বৈশাখী আড্ডা
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বর্ষবরণ যার অন্যতম। পাশ্চাত্য সংস্কৃতির সাথে তাল মেলালেও বাঙালীয়ানা এখনও নিজস্ব আভিজাত্যে অক্ষুন্ন। তা উদযাপনে শামিল ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলও। তাই এবারের ননস্টপ আড্ডার অনলাইন আয়োজন ‘বৈশাখী আড্ডা’। আসন্ন পয়লা বৈশাখের সন্ধ্যা কাটতে চলেছে বাঙালির আবেগের গান-গল্প- কবিতায়। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা প্রবীর ব্রহ্মচারী, বাচিকশিল্পী কৌশিক রজক দাস, সংগীতশিল্পী মহুয়া সুর এবং নৈঋতা দাস। সমগ্র অনুষ্ঠানে কথা সংযোজনার দায়িত্বে থাকছেন বিশিষ্ট সাংবাদিক অজন্তা সিনহা। গান-গল্প-কবিতার মিশেলে বাঙালির চির আবেগের নববর্ষ মুখরিত হোক অনাবিল আনন্দে। সাক্ষী থাকবে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল ও তার প্রাণের শ্রোতাবৃন্দ।