মন কেড়ে নেয় তুমি শুধু তুমি
ডিসেম্বরের শহরে, শীতের আমেজে শ্রোতা বন্ধুদের নতুন গান উপহার দিল নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। গানটির নাম ‘তুমি শুধু তুমি’। প্রেমের আবেশে গানের শব্দচয়ন করেছেন তন্ময় সর্দার। কন্ঠে মেলোডি কিং কুমার শানু। যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন শুভাশিস দত্ত(কিবোর্ড), শুভাশিস রায়(গিটার), সঞ্জীব সরকার(প্যাড), বাপ্পা সেনগুপ্ত (বাঁশি ও ম্যাণ্ডোলিন) প্রমুখ। সমগ্র গানটি কম্পোজ করেছেন নবারুণ দাশগুপ্ত। জনপ্রিয় দুই অভিনেতা দিব্যেন্দু এবং তৃণা গানটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন। অমিতাভ ব্যানার্জির দক্ষ ক্যামেরায় পর্দায় এক একটি মনোরম মুহূর্ত প্রাণবন্ত হয়ে ওঠে। সদ্য প্রকাশিত এই রোম্যান্টিক গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। প্রকাশনার কিছু সময়ের মধ্যেই শ্রোতামহলে যথেষ্ট সাড়া ফেলেছে গানটি। সৌমিতা মুভিজ-এর প্রযোজনায় এবং কুমার শানুর কন্ঠে ‘তুমি শুধু তুমি’ বছর শেষে ছুটির আমেজে, কফিকাপে চুমুক দিতে দিতে শোনা নিঃসন্দেহে মনে রাখা অভিজ্ঞতা হবে, এমনটাই আশা প্রোডাকশন হাউসের।