মহুলের প্রাণপুরুষ পার্থ ভৌমিক-এর জন্মদিনে নন-স্টপ বিনোদনের বিশেষ নিবেদন
বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তথা লোকগানের দল “মহুল” এর প্রাণপুরুষ পার্থ ভৌমিক-এর শুভ জন্মদিনে তাঁর গানেই তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালো নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। পার্থবাবুর গাওয়া অতি জনপ্রিয় পাঁচটি লোকগীতি মারাংবুরু, মূর্শিদ আমায় ফেলো না, তোমার আমার দেখা হবে, মাঝি বাইয়া যাও রে ও ফাগুনে আগুন লেগেছে মনে-র মত সম্ভারে সাজানো একটি বিশেষ সমাহার আপলোড করেছে এই চ্যানেল।
গানগুলি শোনার জন্য নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করতে পারেন।