Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মহুল ফোক ব্যান্ডের বিশেষ নিবেদন সখি পিয়া……

রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ প্রায় শেষ, তৃতীয় ঢেউ আসার অপেক্ষা, তবু কিন্তু মহুল শিল্পচর্চায় একটুও ভাঁটা পড়ে নি। এই পরিস্থিতির মধ্যেও শ্রোতাদের একের পর এক মনোমুগ্ধকর গান উপহার দিয়ে চলেছে মহুল ফোক ব্যান্ড। এবারও তার ব্যতিক্রম নেই।
সম্প্রতি নন স্টপ বিনোদন ইউ টিউব চ্যানেলে প্রকাশিত হল মহুল ফোক ব্যান্ডের বিশেষ নিবেদন বহুল প্রচলিত লোকগান সখি পিয়া । এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান সঙ্গীতশিল্পী মন্দিরা এবং মহুল ব্যান্ডের প্রাণপুরুষ পার্থ ভৌমিক নিজেই। আর এই লোকগীতির মিউজিক ডিজাইন করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী সোহম ভৌমিক। এই গানটির চিত্রায়ণও করেছেন সোহম নিজেই। গানটি ইউ টিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ঠিক তার পাশাপাশি সমস্ত ডিজিটাল স্টোর এও পাওয়া যাবে গানটি। এছাড়া এয়ারটেল, জিও ও ভোডাফোনের উপভোক্তারা এই গানটিকে কলার টিউন হিসাবেও ব্যবহার করতে পারবেন। নতুন নতুন গান উপহার দেওয়ার জন্য মহুল ফোক ব্যান্ডের জন্য রইল অনেক শুভ কামনা।

গানটি শোনার জন্য নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করুন :