Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল ২

মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল সিজন টু-এর আসর জমে উঠেছিল দাওয়াই পানির হিল ক্যাসেল হোমস্টে-র অঙ্গনে। সাক্ষী থাকলো দিগন্তবিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। এই নিয়ে দ্বিতীয়বার, পাহাড়ি উপত্যকায় গানের এই বর্ণময় উৎসব,পরিকল্পনা এবং উদ্যোগে সুদীপ্ত চন্দ। কলকাতার শিল্পীদের পাশাপাশি অঞ্চলের শিল্পীরাও গলা মেলালেন, সুর তুললেন গীটারে। এবারের বিশেষ আকর্ষণ ছিল, দাওয়াইপানির অপরূপ ক্যানভাসে পাহাড়ের কোলে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার পালায়,  পরতে পরতে ছড়িয়ে যাওয়া সুরেলা ধ্বনি-প্রতিধ্বনি। ভোরের সুরে কখনও সেতারের ঝঙ্কার ও পাহাড়ি ধুন, তো, কখনও বেহালা-সেতারের যুগলবন্দিতে সত্যজিতের জন্মবার্ষিকী স্মরণ। নেপালি গান, যন্ত্রসংগীত, রেট্রো মিউজিক থেকে বাংলা ব্যান্ডের গান ―সব মিলিয়ে এবারের গানের উদযাপন ছিল চমকপ্রদ। হিল ক্যাসেল হোমস্টে ছাড়াও গানের আসর বসেছিল কফি আর বেকারির মৌতাতে ভরপুর দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী গ্লেনারিস-এ। বেহালায় বেজে ওঠে রূপম ইসলামের গানের সুর, সেতারে রেহমান আর গানে গানে কিশোর কুমার থেকে দিল চাহতা হ্যায়। এরপর গানের আসর জমে উঠল দার্জিলিংয়ের বিখ্যাত ম্যালে যাওয়ার পথে। নেপালের ট্র্যাডিশনাল মিউজিশিয়ানদের বাজানো সারেঙ্গীর সঙ্গে যোগ হল উকুলেলে, গীটার, কাহন। এই জ্যামিং দেখতে তখন পথ চলতি উৎসাহী শ্রোতাদের ভিড়। বিশেষ উল্লেখযোগ্য, ভারতীয় রেলকে জানানো হলো বিশেষ সম্মান। ঘুম স্টেশনে টয়ট্রেনের সামনে তখন একে একে গান হচ্ছে, যা ট্রেনেই শুট করা হয়েছিল। আগামিকাল, ১১ ডিসেম্বর হলো আন্তর্জাতিক পর্বত দিবস। এই উপলক্ষকে সামনে রেখেই মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল দেখানো হবে,  দ্যা ড্রিমার্স-এর অফিসিয়াল ফেসবুক পেজে, রাত ৯টায়। সুদীপ্ত জানান,”পাহাড়ে বিভিন্ন ধারার মিউজিকের চর্চা হয়। বিভিন্ন জায়গার মিউজিশিয়ানরা আসেন। আর প্রকৃতির কোলে এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করাও এক অসাধারণ অভিজ্ঞতা। এই উৎসব দর্শককেও সেই অভিনবত্বের স্বাদ দেবে।”