Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মিউজিক হেরিটেজের তিনটি নিবেদন

মিউজিক হেরিটেজের পরিচালনায় এবার একত্রে তিনটি সিঙ্গলস রেকর্ডিং ও প্রকাশের খবর জানালেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। পয়লা মে প্রকাশিত হয়েছে সলিল চৌধুরীর কবিতা ‘শপথ’-এর একাংশ অবলম্বনে নির্মিত ‘গ্রাম নগর মাঠ পাহাড়’। গানটির সুরসৃষ্টি করেছেন সম্প্রতি প্রয়াত কিংবদন্তি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়। এই নিবেদনটি ইতিমধ্যেই ১০০০ ভিউয়ার ছাড়িয়ে গেছে। সত্যজিৎ রায়ের জন্মদিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’। প্রথম দুটি সিঙ্গলস প্রকাশের সঙ্গে সঙ্গেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তৃতীয়টি প্রকাশের অপেক্ষায়–’মোদের কিছু নাই রে নাই’, কবিপক্ষে মুক্তি পাবে এটি। বিষয় বৈচিত্র্য ও প্রাসঙ্গিকতায় তিনটি সিঙ্গলসই বিপুলসংখ্যক শ্রোতার মনযোগ আকর্ষণ করে নেবে, এমনটাই প্রত্যাশিত। পৃথকভাবে বলতে হয় ‘গ্রাম নগর মাঠ পাহাড়’-এর কথা। দুই কিংবদন্তি স্রষ্টা সলিল চৌধুরী ও অভিজিৎ বন্দোপাধ্যায়ের যুগলবন্দি এক অন্য আবেগে ভাসিয়ে নিয়ে যাবে শ্রোতাদের। তাঁরা একই সঙ্গে নস্টালজিক ও সমৃদ্ধ হবেন।