‘মিতিন মাসি’র এবারের অভিযান জঙ্গলে
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আগামী পুজোয় আবার আসছে মিতিন মাসি। লিখেছেন সোমনাথ লাহা।
বড়পর্দায় যখন পুরুষ গোয়েন্দারা দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় সিনেমার পর্দায় তার গোয়েন্দা রূপে আগমন। প্রথমবার সেলুলয়েডে পা রেখেই রীতিমতো বাজিমাত করেছিল মহিলা গোয়েন্দা প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় ওরফে ‘মিতিন মাসি’। ছোটদের একটি জনপ্রিয় পুজাবার্ষিকীতে প্রয়াত লেখক সুচিত্রা ভট্টাচার্যর কলমে আবির্ভাব ঘটেছিল মিতিন মাসির। ২০১৯-এ তাকে বড়পর্দায় নিয়ে আসেন পরিচালক অরিন্দম শীল। আর মিতিন চরিত্রে প্রথমবারেই দর্শকমন জিতে নেন কোয়েল মল্লিক। তাঁর মুখে পর্দায় ‘দাদু মেয়েছেলে নয়, মহিলা’-র মতো সংলাপ যেমন জনপ্রিয় হয়েছে, তেমনই কোয়েলের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন দৃশ্য পুরোপুরি মিতিন চরিত্রের সঙ্গে মিলিমিশে একাকার হয়ে গিয়েছে। এই ছবি যে এককথায় কোয়েলের কেরিয়ারেও অন্যতম একটি পালক যুক্ত করেছে তাতে কোনও সন্দেহ নেই।
মধ্য তিরিশের মিতিন স্বামী পার্থ ও ছেলে বুমবুমকে নিয়ে ঢাকুরিয়াতে থাকে। মিতিনের সঙ্গী তথা সহকারী ভাইঝি টাপুর। পাশাপাশি রয়েছে তার নিজস্ব গোয়েন্দা সংস্থা ‘থার্ড আই’। আগের বারের মতো এই ছবিতেও মিতিনের স্বামীর চরিত্রে রয়েছেন শুভ্রজিৎ দত্ত। টাপুরের চরিত্রে দেখা যাবে রিয়া বণিককে। অপরদিকে মিতিনের দিদির ভূমিকায় দেখা যাবে সোনালি চৌধুরীকে। এবার ছবির স্কেল আরও একটু বড় করেছেন পরিচালক অরিন্দম শীল। দ্বিতীয় ছবির গল্প হিসেবে পরিচালক বেছে নিয়েছেন সুচিত্রা ভট্টাচার্যর লেখা ‘সারান্ডায় শয়তান’ কাহিনিটিকে। এই গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি’। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী, বরুণ চক্রবর্তী প্রমুখ। সংগীত পরিচালনায় বিক্রম ঘোষ। আগের ছবিটির মতোই এই ছবিটিও প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাঃ লিমিটেড। নিবেদক রূপা দত্ত।
প্রসঙ্গত, মিতিন মাসিকে নিয়ে সিরিজ করার কোনও পরিকল্পনাই নাকি ছিল না পরিচালকের। বলা যায়, দর্শকদের ভালবাসা, প্রশংসা ও মিতিন মাসিকে সেলুলয়েডে আবারও দেখার প্রত্যাশার কারণেই মিতিনকে বড় পর্দায় ফেরাচ্ছেন অরিন্দম। একটি সাক্ষাৎকারে অরিন্দম শীল জানিয়েছেন, ব্যোমকেশ, শবরের চেয়েও মিতিন মাসিকে নিয়ে ছবি তৈরি করার অনুরোধ অনেক বেশি এসেছে তাঁর কাছে। মিতিনের আগের ছবিটির মতোই এই ছবিতেও ভরপুর অ্যাকশন থাকবে, তা বলাই যায়। কোয়েলকে আগের ছবিটির মতোই এখানেও সাবলীলভাবে অ্যাকশন করতে দেখবেন দর্শক, প্রত্যাশিত।
গত পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছে ‘জঙ্গলে মিতিন মাসি’-র ফার্স্ট লুক মোশন পোস্টার। মোশন পোস্টারে দেখা গিয়েছে, দুটি হাতির দাঁতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল মল্লিক ওরফে মিতিন মাসি। ঘন জঙ্গলের মধ্যে এলো চুলে কালো শার্টে কোয়েল মল্লিককে দেখে মুগ্ধ ভক্তরা। পোস্টার দেখে এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে চড়তে শুরু করে দিয়েছে উন্মাদনার পারদ। ছবিটি যেহেতু জঙ্গলকেন্দ্রিক, সেই কারণে শুটিংয়ের বেশিরভাগটাই হবে জঙ্গলে। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে ক্যাপশন লেখা হয়েছে–”এই দুর্গাপুজোয়… একদিকে মা, অন্যদিকে মাসি।”
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। প্রযোজনা সংস্থা ও পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫শে মে’র মধ্যেই ‘জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। কলকাতা ছাড়া সারান্ডা এবং দলমায় হচ্ছে এই ছবির শুটিং। ছবি প্রসঙ্গে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কোয়েল মল্লিক। শুটিংয়ের পরই তিনি এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, পুজোয় এবারেও অনেক ছবির ভিড় রয়েছে। দেবের ‘বাঘাযতীন’-এর পাশাপাশি আছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। বক্স অফিসে এই ছবিগুলির সঙ্গে জোরালো টক্কর দেওয়ার জন্য প্রস্তুত কোয়েল অভিনীত ‘জঙ্গলে মিতিন মাসি’।