Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মিনার্ভায় ‘সাদা সাদা কালা কালা’

এক দেশে এক দুষ্টু রানি ছিল, যে রোজ সকালে উঠে তার পোষা আয়নাকে জিজ্ঞেস করত, বল তো আয়না পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? আয়না রোজ তার মনিবকে খুশিই করছিল। কিন্তু একদিন…একদিন সে বলল, কে সুন্দরী সেটা বড় কথা নয় ! কিন্তু তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় দুষ্টু আসলে আমি ? আয়না !!! সবথেকে দুষ্টু ? কেমন করে? সেই গল্পই বলবে এ বং পজিটিভ-এর নতুন নাটক ‘সাদা সাদা কালা কালা’।

Whatsapp Image 2023 11 23 At 1.05.13 Pm
মিনার্ভায় ‘সাদা সাদা কালা কালা’ 3

নাটকটির লেখক ও নির্দেশক ‘এবং ঈপ্সিতা’। প্রসঙ্গত, বাপ্পা নিজে পরিচালনার কাজটাই করেন। তবে, এখন আবার অভিনয়ে ফিরেছেন তিনি। ‘নাজিয়া’র পরে আবার মঞ্চাভিনয়ে বাপ্পাকে দেখতে পাবে বাংলার নাট্যপ্রেমী মানুষ। এবারে এ বং পজিটিভ দলের সকলকে নিয়ে বাপ্পা বলতে এসেছেন প্রচলিত রূপকথার এক অন্যরকম ভাষ্য। আবার বাংলা মঞ্চে নতুন কিছু উপহার দেবে এ বং পজিটিভ নাট্যদল। আগামী ২৯শে নভেম্বর, মিনার্ভা থিয়েটারে, সন্ধ্যা ৬.৩০ মিনিটে দেখবেন এই নাটক