Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

মৃত অনুজের প্রত্যাবর্তনে বাড়বে কী ‘গুড্ডি’র টিআরপি ?

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। মেগার অন্দরে নানা কাণ্ড ! স্টার জলসায় প্রদর্শিত ‘গুড্ডি’র অন্দরে নতুন কী টুইস্ট এই মুহূর্তে জেনে নিন। লিখেছেন সোমনাথ লাহা

এক পাহাড়ি মেয়ের পুলিশ অফিসার হ‌ওয়ার গল্পকে নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার মেগা ধারাবাহিক ‘গুড্ডি’। তারপর নানারকমের ঘাত-প্রতিঘাত, সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে এসে এই মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকটি। মেগার সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই মেগার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়।

ধারাবাহিকের কাহিনি এখন নতুন মোড় নিয়েছে। অয়ন্তিকা (ঐন্দ্রিলা)-র প্ল্যানিংয়ে সাতপাকে বাঁধা পড়েছে ঋতাভরি (শ্যামৌপ্তী) এবং ঋতুরাজ (রণজয়)। অন্যদিকে ঋকবেদ (শুভজিৎ) আগে থেকেই পছন্দ করত অয়ন্তিকাকে। ফলস্বরূপ ঋকবেদের সঙ্গেই বিয়ে হয় অয়ন্তিকার। এদিকে ঋতাভরি ও ঋতুরাজের এই বিয়ে মন থেকে মেনে নিতে পারে না গুড্ডি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় সে। ঋতুরাজ ও ঋতাভরির বৌভাতের সন্ধ্যায় হঠাৎ করে অতিথি হিসেবে আগমন ঘটে এক আগন্তুকের। যার কথাবার্তা শুনে চমকে ওঠে বাড়ির সদস্যরা। কারণ তার আদব-কায়দা অবিকল ঋতুরাজের বাবা অনুজ চট্টোপাধ্যায়ের মতো। আগন্তুককে দেখে সন্দেহ হয় ঋতাভরির। তবে কি বেঁচে রয়েছেন অনুজ? ঋতুরাজ কি বুঝতে পারবে এই আগন্তুক‌ই তার বাবা ? এই সব প্রশ্নের উত্তর মিলবে মেগার পরবর্তী পর্বগুলোতে।

Pxl 20230516 175330058 Scaled
মৃত অনুজের প্রত্যাবর্তনে বাড়বে কী 'গুড্ডি'র টিআরপি ? 5

এক‌ই টাইমলাইনে প্রথমবার দ্বৈত ভূমিকা, অর্থাৎ, একাধারে গুড্ডি এবং অন্যদিকে তার পালিতা কন্যা ঋতাভরির চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে শ্যামৌপ্তী জানান, “প্রথমেই ধন্যবাদ জানাব লীনাদিকে, আমার ওপর এতটা ভরসা করার জন্য। উনি বিশ্বাস রেখেছেন যে আমি হয়তো এই দুটো চরিত্র ফুটিয়ে তুলতে পারব। আমি প্রত্যেকটা দিন, প্রতিটি মুহূর্তে চেষ্টা করছি চ্যালেঞ্জটা উৎরে যাবার। শৈবালদা আমাকে বলেছেন গুড্ডি এবং ঋতাভরি এই দুটো চরিত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করতে। যেহেতু আমি দুটি চরিত্রে‌ই রয়েছি। তাই একফ্রেমে যখন দৃশ্য হয় তখন আমি চেষ্টা করি নিজেই নিজেকে ছাপিয়ে যাওয়ার।” তবে, চরিত্রের দিক থেকে গুড্ডি যে তাঁর কাছে তুলনায় কঠিন, তা জানাতে ভুললেন না অভিনেত্রী। বললেন, “গুড্ডি যে বয়সে দাঁড়িয়ে রয়েছে সেই বয়সে আমি এখন‌ও পৌঁছইনি। তাই বডি ল্যাঙ্গুয়েজ থেকে ভয়েস মডুলেশন সবকিছু যেমন পরিবর্তন করতে হচ্ছে, তেমনই এনার্জিও কমাতে হচ্ছে।” উল্টোদিকে ঋতাভরি তারই বয়সী হ‌ওয়ায় নিজের সঙ্গে চরিত্রের মিল খুঁজে পেয়েছেন শ্যামৌপ্তী।

Pxl 20230516 181328504.Mp
মৃত অনুজের প্রত্যাবর্তনে বাড়বে কী 'গুড্ডি'র টিআরপি ? 6

মেগায় বাবা-ছেলে–দুই চরিত্রে অভিনয় করছেন রণজয়। অভিনেতার কথায়, “অনুজ ও ঋতুরাজ দুটি চরিত্রের কেউই আমার বয়সী নয়। বরং বেশি বয়সী অনুজ চরিত্রটা করতে আমার সুবিধা হচ্ছে। যদিও, ঋতুরাজ অনেক বেশি চ্যালেঞ্জিং চরিত্র। আমার বডি ল্যাঙ্গুয়েজ, দৃষ্টিভঙ্গি এখানে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে। বয়স বাড়ার সঙ্গে অভিজ্ঞতা, লোকজনকে বিচার করার ভঙ্গিতে পরিবর্তন আসে। একজন ২২-২৩ বছর বয়সী ছেলের এই বিচারগুলো কম হয়। অনেক বেশি উত্তেজনা থাকে। সেটা কোথাও গিয়ে চোখে ধরা পড়ে। তাই চোখের অভিব্যক্তিতে পরিবর্তন আনতে হয়েছে। এমনকী আমার কন্ঠস্বরকেও স্বাভাবিকের থেকে কম করতে হয়েছে।” পাশাপাশি অভিনেতা বলেন, “ঋতুরাজের কাজকর্ম, চলাফেরার সময় তাকে যাতে দর্শকদের অনুজ বলে মনে না হয় সেদিকেও খেয়াল রেখেছি।”  

Pxl 20230516 181239470
মৃত অনুজের প্রত্যাবর্তনে বাড়বে কী 'গুড্ডি'র টিআরপি ? 7

ঐন্দ্রিলার কথায়, “অয়ন্তিকা ঋতুরাজ ও ঋতাভরি দু’জনেরই খুব ভালো বন্ধু। অয়ন্তিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব বিষয়টা। তাই সবকিছুকে ছাপিয়ে এই মেয়েটি বন্ধুত্বকে এগিয়ে রাখে। সেটাকেই প্রাধান্য দেয়। খুব পরিণত, ইতিবাচক একটা চরিত্র। আমি এতো অল্প সময়ে এই চরিত্রে অভিনয় করে খুব ভালো ফিডব্যাক পেয়েছি দর্শকদের কাছ থেকে।” অভিনেতাদের এত চেষ্টার পরও ‘গুড্ডি’-র টিআরপি উর্দ্ধমুখী নয়। মেগার দুই মুখ্য অভিনেতা রণজয় ও শ্যমৌপ্তী দর্শকদের উদ্দেশ্যে তাই বললেন, “দিনের শেষে নাম্বারটা গুরুত্বপূর্ণ। সেটা পরীক্ষার ফল হোক বা অন্য কিছু। আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আরেকটু ভালোবাসা যদি বাড়িয়ে দেন।” এটা স্পষ্ট, ধারাবাহিকের টিআরপিকে উর্ধ্বমুখী করার জন্য‌ই গল্পে মৃত অনুজের ফিরে আসা। স্টার জলসায় ‘গুড্ডি’ দেখা যাচ্ছে সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে।