Monday, February 3, 2025
৫ফোড়ন

মেগার মুখ বদল

মেগায় একই চরিত্রে অভিনেতা বদল চেনা ঘটনা। এই ঘটনায় সব থেকে অস্বস্তিতে পড়েন মেগার দর্শক। প্রোমো টোমো চালিয়ে, গল্পের নকশা বদলে নতুন মুখের অভিনেতাকে নিয়ে আসা হয় ঠিকই। তবে, দর্শক আত্মা তাতে তৃপ্ত হয় না। আসলে ‘চেহারা’ জিনিসটা এখানে চরিত্রের আইডেনটিটি, যার সঙ্গে রোজ দেখা হওয়ার ফলে একটা বন্ড তৈরি হয়েই যায়। বিশেষত, যাঁরা একনিষ্ঠ মেগাপ্রেমী, তাঁরা তো মেগার ঘর-সংসারেই বসবাস করেন। এই ‘সোনা রোদের গান’-এর দিয়ার কথাই ধরুন। লোকজন পৌলমী দাসকে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলেন। এখন সেখানে এলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তা বিনোদন ক্ষেত্রে নিঃসন্দেহে যথেষ্ট পরিচিত নাম বা মুখ ! বলাবাহুল্য, নাম নয়। মুখটাই জরুরি এখানে। একটা পরিচিত মুখ, যে খুব কাছের হয়ে উঠেছিল। দর্শকের চেনা দিয়া হয়ে ওঠা চ্যালেঞ্জের হবে সুদীপ্তার কাছে, বোঝাই যাচ্ছে।