রণবীর-আলিয়ার বিয়ে
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাপুর খানদানের চাহিতা চিরাগ রণবীর। আলিয়া ভাটের সঙ্গে তাঁর প্রেম শেষ পর্যন্ত পরিণতি পেল তাহলে! বি টাউনের গসিপ লিখিয়েদের বরাবরের প্রিয় সাবজেক্ট রণবীরের নিত্যনতুন প্রেম ও ব্রেকআপের কাহিনি। আলিয়াকে নিয়েও সন্দিহান ছিলেন তাঁরা। তাঁদের সব জল্পনায় দাঁড়ি টেনে রণবীর বাধা পড়লেন শেষে। বলিউডের এই মুহূর্তের সবচেয়ে বেশি হিট ছবির নায়িকা আলিয়ার আঁচলেই নিজের আশ্রয় খুঁজে পেলেন রণবীর। কি সেই ম্যাজিক, যা দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা,নার্গিস ফকিরি প্রমুখের নেই, কিন্তু আলিয়ার আছে–এই প্রশ্নেই আপাতত গরম বলিউড। আলিয়া শুরু থেকেই বুদ্ধিমতী। ভাগ্যও বরাবরই সুপ্রসন্ন তাঁর। রণবীরের সঙ্গে প্রেমের ব্যাপারেও আলিয়ার প্রতিটি পদক্ষেপ মাপা। যখন গোপন করার, গোপন রেখেছেন। যখন প্রকাশ করার, উজাড় করে জানিয়েছেন রণবীরের প্রতি তাঁর অনুভবকে। রণবীরের সঙ্গে তাঁদের সম্পর্ককে অতিমাত্রায় মিডিয়া ও জনগণের আলোচনার খাদ্যে পরিণত করে দীপিকা-ক্যাটিরা যে ভুল করেছেন, সে ভুলের পথে মোটেই হাঁটেননি আলিয়া। তিনি খুব সংযত ব্যবহার ও আত্মবিশ্বাসের সঙ্গে পুরো বিষয়টা সামলেছেন। রণবীরের জন্য তিনিই তাই শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে। বিয়ে নিয়েও বাড়াবাড়ি নেই তাঁদের। জানা গেছে, পরিবারের বড়দের উপস্থিতিতে মুম্বইতেই বিয়ে করবেন রণবীর-আলিয়া।