Saturday, May 18, 2024
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে

দীর্ঘ চারবছর পরে আবার মঞ্চে নোটো থিয়েটার ট্রুপ। আজ সন্ধ্যা ৬.৩০-এ বাগবাজারের গিরিশ মঞ্চে তারা উপস্থাপনা করছে নাটক ‘প্রটেক্টর’। প্রসঙ্গত, ২০১৭ সালে নোটো থিয়েটার ট্রুপ কলকাতা ও কলকাতার আশেপাশে বেশ কয়েকটি শো করেছে। কলকাতা দূরদর্শনেও এই নাটকটি বহুবার সম্প্রচারিত হয়েছে ৷ ‘প্রটেক্টর’ শিশুর সম্মান রক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষাজনিত সমস্যা সংক্রান্ত জরুরি প্রশ্নগুলি তুলে ধরেছে ৷ সেইসঙ্গে সমান্তরালভাবে চলেছে এক বাবার সন্তানের অধিকার অর্থাৎ parental right ফিরে পাবার গল্প ৷ ভারতবর্ষের  অসহিষ্ণু বাবা মায়েদের জন্য এই জাতীয় ভাবনার নাটক অত্যন্ত প্রাসঙ্গিক। ‘প্রটেক্টর’-এর নাটককার সুদীপ্ত ভৌমিক ৷ মঞ্চ ও আবহ অমর চট্টোপাধ্যায়। আলো সুদীপ সান্যাল। অভিনয়ে আছেন, রত্না নাথ, অমর চট্টোপাধ্যায়, অতসী ভট্টাচার্য, দীপাঞ্জন মণ্ডল ও ময়ূরী মিত্র। প্রয়োগ ময়ূরী মিত্র ও অমর চট্টোপাধ্যায়।