Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও স্মৃতি চট্টোপাধ্যায় স্মারক সম্মান প্রদান

সমাজ, ভাষা ও সংস্কৃতি পরিষদ এবং স্বরবিতানের নিবেদন ‘রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও স্মৃতি চট্টোপাধ্যায় স্মারক সম্মান প্রদান’ অনুষ্ঠান আগামী ২৫ জুন বিকেল ৫.৩০ মিনিটে কলকাতা বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবন মঞ্চে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শহরের বিশিষ্ট শিল্পীবৃন্দ। স্বরবিতানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও শিক্ষক প্রয়াত স্মৃতি চট্টোপাধ্যায় স্মারক সম্মান ২০২২ প্রদান করা হবে এই অনুষ্ঠানে। এ বছর এই স্মারক সম্মান দেওয়া হবে ডাঃ শান্তনু বন্দোপাধ্যায় ও সাহিত্যিক শ্রী কিন্নর রায়কে। অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল স্মরণে একগুচ্ছ অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজন করা হয়েছে। বিশিষ্ট নৃত‍্যগুরু কোহিনূর সেন বরাট একাহারী নৃত‍্যে ‘শ‍্যামা’ নৃত‍্যনাট‍্যের অংশবিশেষ পরিবেশন করবেন। তাঁরই শিষ‍্যা তিস্তা চট্টোপাধ‍্যায় ‘আমার কৈফিয়ৎ’ কবিতার নৃত‍্যালেখ‍্য পরিবেশন করবেন। সবশেষে আবীর চট্টোপাধ‍্যায়ের নির্দেশনায় আমাদের ‘আমি’ সত্ত্বা এবং রবীন্দ্র রচনা নিয়ে এক সুরের কথোপকথন অনুষ্ঠিত হবে।