Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

রামকৃপালের আঁকা ছবিতে লতা মঙ্গেশকরের জীবন উদযাপন

শহরে এমন প্রদর্শনী এই প্রথম। বিখ্যাত চিত্রশিল্পী রামকৃপাল নামদেওর আঁকা ছবিতে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনের স্মরণীয় মুহূর্ত। আর সেই ছবি নিয়েই প্রদর্শনী  হয়ে গেল কলকাতায় গত ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি, যামিনী রায় আর্ট গ্যালারিতে (ICCR)। প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত লতা মঙ্গেশকর বিষয়ক সঙ্গীত গবেষক, ‘লতা গীতকোষ’-এর সংকলক স্নেহাশিস চ্যাটার্জি, পন্ডিত প্রদ্যুৎ মুখার্জি, ভারত থেকে গ্র্যামির জুরি সদস্যদের অন্যতম, জিমা পুরস্কৃত বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার সৌম্য দাশগুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

Img 20230304 Wa0061
রামকৃপালের আঁকা ছবিতে লতা মঙ্গেশকরের জীবন উদযাপন 5

লিমকা বুক অফ রেকর্ডস হোল্ডার রামকৃপাল নামদেও এর এই একক চিত্র প্রদর্শনীর শিরোনাম ছিল ‘চিত্রলতিকা’। ছবিগুলিতে লতা মঙ্গেশকরের সঙ্গীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তকেও এঁকেছেন রামকৃপাল। লতাজির অন্যতম প্রিয় শহর কলকাতায় আয়োজিত এই প্রদর্শনীতে ছিল চল্লিশটি চিত্রকর্ম। প্রসঙ্গত, রামকৃপাল লতাজির এমন একটি ছবি তৈরি করেছেন, যেখানে রয়েছে বিশিষ্ট শিল্পী, রাজনীতিবিদ ও অন্যান্য গুণীজনের ১৪৩৬টি মুখ রয়েছে। ছবিটি এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০১৯-এর অন্তর্ভুক্ত হয়েছে।

Img 20230304 Wa0062
রামকৃপালের আঁকা ছবিতে লতা মঙ্গেশকরের জীবন উদযাপন 6

চিত্রশিল্পী রূপে রামকৃপালের যাত্রা শৈশবেই শুরু হয়৷ তাঁর ঠাকুমা তাঁদের বাড়ির আঙিনায় গোবর এবং সাদা মাটি (চুই) দিয়ে খুব সুন্দরভাবে ছবি আঁকতেন৷ কখনও কখনও তিনি দেওয়ালেও সুন্দর মাটির শিল্পকর্ম করতেন। রামকৃপাল তাঁর ঠাকুমার সেই শিল্পকর্ম দেখতেন। এলাকার সমবয়সী ছেলেমেয়েদের সাথে মাটি নিয়ে খেলাও করতেন তিনি। ২০২২-এর ৬ ই ফেব্রুয়ারি লতাজি আমাদের ছেড়ে চলে যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘চিত্রলতিকা’-র মাধ্যমে কলকাতায় এমন চিত্রকর্ম প্রদর্শনীর পরিকল্পনা নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য।

Img 20230304 Wa0063
রামকৃপালের আঁকা ছবিতে লতা মঙ্গেশকরের জীবন উদযাপন 7

এ প্রসঙ্গে রামকৃপাল জানিয়েছেন, “আমি সেই সময় মুম্বইতে ছিলাম, যখন দিদি গত হন ৷ আমার সৌভাগ্য, আমি তাঁর শেষযাত্রায় যোগ দিতে পারি। দিদি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু, তাঁর সুরেলা, হৃদয়স্পর্শী কন্ঠ সবসময় মনে থেকে যাবে৷ আমার আন্তরিক ইচ্ছা, আমি সারাজীবন লতাদিদির ছবি আঁকব।” ২০১৪ সালে রামকৃপাল শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ও একটি চিত্রকর্মে তাঁর স্বাক্ষর পেয়েছিলেন, যা লিমকা বুক অফ রেকর্ডসে এন্ট্রি পেয়েছিল। ২০১৩ সাল থেকে রামকৃপাল লতাজির উপর ভিত্তি করে চিত্রকর্ম করছেন এবং এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশটি  ছবি এঁকেছেন। তাঁর এই অনুশীলন এখনও চলছে।