Monday, February 3, 2025
৫ফোড়ন

রূপাকে না পসন্দ দর্শকের

সিরিয়ালে সাস-বহু কাজিয়া বা নিরীহ বউয়ের ওপর অত্যাচারী সাসুমার ব্যবহার নিয়ে দর্শকদের (মূলত মহিলাকূল) প্রতিক্রিয়া নতুন নয়। নিত্যদিন অন্দরের পর্দায় ষড়যন্ত্র, বিবাদ, মন কষাকষি দেখার মাঝে বিশেষ কোনও কোনও চরিত্রের প্রতি জনতার রোষ ধূমায়িত হয়ে ওঠা, সেও চেনা ঘটনা। কিন্তু চরিত্রের আবরণ ভেদ করে অভিনেতার প্রতি এমন তীব্র বিদ্বেষী হয়ে ওঠা, সম্ভবত বিরল। সম্প্রতি এমনটাই ঘটেছে অভিনেত্রী রূপা গাঙ্গুলির ক্ষেত্রে। ছোট ও বড় পর্দার এই জনপ্রিয় তারকা, গত কয়েক বছর তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে ব্যতিব্যস্ত থাকায় প্রায় দর্শক-বিস্মৃতির অন্তরালে চলে গিয়েছিলেন। ফিরলেন ‘মেয়েবেলা’র বীথি হয়ে। এহেন বীথিকে ওই খলটাইপ শাশুড়ির চরিত্রে দেখে দর্শক শুধু চরিত্র নয়, রূপাকেও ফেলে দিয়েছে বেজায় অপছন্দের তালিকায়। এতটাই যে তাঁরা রূপার বিকল্প হিসেবে ইন্দ্রানী হালদারকে চাইছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে বিষয়টা নিয়ে। সবচেয়ে আক্ষেপের, চরিত্র চিত্রনের জন্য অপ্রিয়তা নয়, কথা উঠছে রূপার অভিনয়, ডায়ালগ বলা নিয়ে। দেখেশুনে মনে হচ্ছে, রাজনীতিই এর কারণ। রাজনীতির জঞ্জাল অধিকার করে নিয়েছে রূপার সূক্ষ অভিনয় ক্ষমতার দিকগুলি।