‘লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড’ পাচ্ছেন উমা সিদ্ধান্ত
ভারতীয় শিল্প-ভাস্কর্যের ক্ষেত্রে একজন কিংবদন্তি শিল্পী উমা সিদ্ধান্ত। বিশেষত, ভাস্কর হিসেবে যখন তাঁর আত্মপ্রকাশ ঘটছে, সেই সময় ভাস্কর্যশিল্পের দিকটা আমাদের এখানে অনেকটাই পুরুষশাসিত ছিল। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে অনেকটাই এগিয়ে ছিলেন তিনি। শারীরিক ক্ষমতার তুল্যমূল্য বিচারে পুরুষের থেকে মহিলারা পিছিয়ে, এই প্রশ্ন ও সংশয়ের বাতাবরণের একেবারে বিপরীত এক বাতাস ভারতীয় শিল্প জগতে নিয়ে এলেন উমা। দেশের প্রথমসারির মহিলা ভাস্করদের অন্যতম উমা সিদ্ধান্ত সম্প্রতি নব্বইয়ে পা রেখেছেন। জীবনে বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি। এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে আগামী ২রা মে তাঁকে ‘লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড’ দেওয়া হবে। প্রসঙ্গত, এটি উমা সিদ্ধান্তের পঞ্চম জাতীয় পুরস্কারপ্রাপ্তি, যার মধ্যে অন্তর্ভুক্ত ললিতকলা একাডেমি এওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার। তাঁর পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। আমরা তাঁর সুস্থ জীবন কামনা করি।