লোকগানের অ্যালবাম ‘রঙ্গিলা সই’
‘খ্যাপার দল’-এর বিরহের ‘পিরীত জ্বালা’-র পর এবার প্রেমের ‘রঙ্গিলা সই’। রূপম মণ্ডলের কথায় ও সুরে, স্বর্ণাভ সরকারের গাওয়া ৬টি গান নিয়ে গত ৯ই আগস্ট, ‘বেঙ্গল পিকচারস’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে লোকগানের অ্যালবাম ‘রঙ্গিলা সই’। গানগুলিতে দোতারা এবং হারমোনিয়াম বাজিয়েছেন স্বর্ণাভ নিজেই, কিবোর্ড বাজিয়েছেন নীলাব্জ নিয়োগী, বাঁশি শুভময় ঘোষ, ব্যাঞ্জো ও বেস গিটার বাজিয়েছেন অমৃত সরকার, গিটারে সৌম্যদীপ দাস। সঙ্গীত আয়োজন করেছেন রূপম।
‘রঙ্গিলা সই’ গানটি দিয়েই অ্যালবামের শুরু। তারপর যথাক্রমে রয়েছে, ‘ভ্রমরা’, ‘ভালোবাসার তরী’, ‘লাগড়’, ‘পরান বন্ধুয়া’, ‘শ্যামরাই’। ‘পিরীত জ্বালা’ অ্যালবামের মতোই, প্রেমের এই ছটি গানও শ্রোতা-দর্শকের মন ছুঁয়ে যাবে, এমনটাই আশা ‘খ্যাপার দল’-এর।
নীচে রইল অ্যালবামের ইউটিউব লিংক।