Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শিশু দিবসে মেতে উঠলো ‘কবিতা ঘর’ – এর কচি কাঁচারা


১৪ই নভেম্বর, শিশু দিবস। আর এই শিশু দিবস উপলক্ষে সারা ভারতে ছোটদের নিয়ে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। শিশু দিবস পালনে ‘কবিতা ঘর’ ও তার ব্যাতিক্রমী নয় । তাই শিশু দিবসের এই উৎসবে মেতে উঠলো ‘কবিতা ঘর’ – এর কচি কাঁচারা। গত ১৫ই নভেম্বর অনলাইন মাধ্যমে ‘কবিতা ঘর’ -এর চার সদস্য, অনির্বিদ দাস, চন্দ্রজা সরকার, অদ্রিজা মাইতি, তিয়াসা ভট্টাচার্য্য তাদের আবৃত্তির মাধ্যমে এক সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করে।

আবৃত্তির আবহে ও দৃশ্যায়ন পরিকল্পনায় ছিলেন ঈশান রায়। এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন গার্গী গাঙ্গুলী।
অনুষ্ঠানটি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন : https://www.facebook.com/gargi.ganguly.12