Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শ্রাব্যনাটকের কর্মশালা

সহজাত প্রতিভা ছাড়াও শ্রাব্যনাটকে অভিনয় করার জন্য জরুরি যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত চর্চা। এই বিশ্বাস থেকেই উর্বী কণ্ঠ আয়োজন করতে চলেছে তাদের প্রথম শ্রাব্যনাটকের পাঠাভিনয়ের কর্মশালা, আগামী ২৪শে সেপ্টেম্বর, শনিবার। ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আয়োজিত এই কর্মশালায় শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আকাশবাণী কলকাতার বেতার নাটকের বিশিষ্ট প্রযোজক সমরেশ ঘোষ। স্থান নেহরু চিলড্রেনস মিউজিয়াম। প্রসঙ্গত, উর্বী কণ্ঠ হলো একটি শ্রাব্যনাটক ও আবৃত্তিচর্চা কেন্দ্র। পথ চলা শুরু ২০১৯ সালে। নিয়মিত প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এঁরা সাংস্কৃতিক উৎকর্ষতার পথে এগিয়ে চলেছেন। গুণীজন সংবর্ধনা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও থাকে এই সংস্থার কাজের তালিকায়। ভবিষ্যতে ওঁদের মঞ্চ নাটকের পরিকল্পনাও রয়েছে। কর্মশালার আয়োজন করার ইচ্ছেও রয়েছে একই সঙ্গে।