Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

সাত বছর পর করণ পর্দায় আনছেন রকি-রানির প্রেমকাহানি

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আগামী বছর এপ্রিলে মুক্তি পাচ্ছে পরিচালক করণ জোহরের বহু প্রতীক্ষিত ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’। লিখেছেন অজন্তা সিনহা

করণ জোহর পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, যেটা সুপার ফ্লপের রেকর্ড করে। তারপর চারজন পরিচালকের দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি-প্যাকেজ ‘লাস্ট স্টোরিজ’ ও ‘ঘোস্ট স্টোরিজ’-এর টিমে থেকে কাজ। করণের সঙ্গে ছিলেন দিবাকর ব্যানার্জি, অনুরাগ কাশ্যপ ও জোয়া আখতার। সেগুলি প্রশংসিত হলেও একার কৃতিত্বে ঘটেনি বিষয়টা। ইতিমধ্যে প্রযোজনা করেছেন অবশ্য বেশ কয়েকটি ছবি। স্বাভাবিক ভাবেই, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ফ্লপ এর তকমা মোছেনি এতে। প্রত্যাশিত তাঁর আপকামিং ছবি ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ পরিচালক করণ জোহরের কেরিয়ারে কিছুটা হলেও ইতিবাচক অধ্যায় রচনা করবে।

সকলেই জানেন, করণ জোহর মানেই ভরপুর রোমান্স। ২০২৩-এর এপ্রিলে সেই ধারাবাহিকতা রক্ষা করেই তাঁর পরিচালনায় আসছে ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ ! ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, রণবীর সিং এবং করণের ব্লু আইড গার্ল আলিয়া ভাট (লাকি চ্যাম্পও বটে)। এই ছবিতে অভিনয় করেছেন তিন তিনজন বঙ্গ সন্তান–চূর্ণী গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন অর্জুন বিজলানি, শ্রদ্ধা আর্য, স্মৃতি ঝা, অর্জিত তানেজা প্রমুখ। গল্প লিখেছেন ঈশিতা মোহতা, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। প্রযোজনা হিরু যশ জোহর, করণ জোহর ও অপূর্ব মেহতা। সিনেমাটোগ্রাফি মনুষ নন্দন। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। মিউজিক প্রীতম। প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকসন্স। পরিবেশনা ভায়াকম ১৮ মোশন পিকচার্স।

রকি রণবীরের সঙ্গে রানি আলিয়ার প্রেম হবে পর্দায়, এটুকু বুঝতে অসুবিধা হয় না। সেই প্রেমের ক্যানভাসে এবারও কী পারিবারিক বৃত্তটি থাকবে ? সম্ভবত। অভিনেতা তালিকা তো সেটাই বলছে। তবে, এই মুহূর্তে করণ জোহরের সিনে-সিলেবাসের থেকেও উল্লেখযোগ্য তাঁর ব্যক্তিগত অনুভূতি। পরিচালক হিসেবে তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে পৃথকভাবে নজরে আসে। এই প্রসঙ্গে করণ নিজে একটি সংবাদ মাধ্যমকে যা বলেছেন, “৭ বছর পর পরিচালনায় প্রত্যাবর্তন, এ যেন নিজের ঘরে ফেরা ! সেইসব অসাধারণ অভিনেতা, যাঁদের নিয়ে আমি বহু বছর কাজ করছি, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা। তাঁদের সঙ্গে কাজ না করাটা আমার ব্যাক্তিগত ক্ষতি !” এরই সঙ্গে পারিবারিক পটভূমি সমৃদ্ধ, আবেগপ্রসূত ছবি প্রসঙ্গে নস্টালজিক হয়ে ওঠেন বলিউডের কয়েক প্রজন্ম ব্যাপী তারকাদের পছন্দের এই পরিচালক। তাঁর কথায়, পরিবার, যেখানে আমাদের শিকড় প্রোথিত। সেই পরিবার, সেই হিট ও মরমি বলিউড মিউজিক, সেই সম্পর্কের চিরন্তন গল্প নিয়ে আর একবার পরিচালকের আসনে তিনি !  

এই সব কথকতার আগেই চূড়ান্ত রোমান্টিক এই পরিচালক নিজের ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করেন, যেখানে ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’র কাস্ট নিয়ে বেশ কিছু মজাদার ও আকর্ষনীয় তথ্য শেয়ার করেন করণ। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, রণবীর, আলিয়া তো আছেনই তথ্যের কেন্দ্রে। আছেন প্রীতম এবং অমিতাভ ভট্টাচার্যও। কবিতাটি এইরকম–সেভেন ইয়ারস কে বাদ/ ইশক হোগা আবাদ/ প্রীতম কা সুর আউর সঙ্গীত/ অমিতাভ ভট্টাচার্য ম্যাচিং এভরি বিট/ আলিয়া হোগি ফিল্ম মে গাইস ওয়াহ !!!/ ইজন’ট দ্যাট আ সারপ্রাইজ ?/ মাচায়েগা ধম্যাচিংগম সদা রণবীর/ হোয়াট আ পেয়ার, হোয়াট আ তসবীর !/ জয়াজি ইন অ্যান আনদেখা অবতার/ শাবানাজি সে হো যায়েগা পেয়ার/ ধরমজি কা স্বগ ইজ ইনট্যাক্ট/ হাম আ রহে হ্যায়, দিস ইজ আ ফ্যাক্ট !/ তো কিজিয়ে ইন্তেজার শাম কা, মেরে দিল সে নিকলে পয়গাম কা !/ ফর এভরি এজ…বুজরুগ টু জওয়ানি…রকি আউর রানি কী প্রেম কাহানি !!

বলা বাহুল্য, নিছক মজার ছলে এমনভাবে ছবির প্রচারের কাজটা সেরে নিতে করণ জোহরই পারেন। প্রসঙ্গত, তাঁর প্রথম পরিচালনা, বাম্পার হিট ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ছায়া থাকবে রকি রানির প্রেমের গল্পে, এমন একটা আভাসও দিয়েছেন করণ। ২০২১-এর আগস্টে মুম্বইয়ে ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’র শুটিং শুরু হয়। টিম করণ জোহর এর পরের মাসেই পরবর্তী শুটিংয়ের জন্য উড়ে যায় মস্কো। সেখানে আলিয়া ও রণবীরের একটি গানের দৃশ্য শুট করা হয়। পরের পর্বের শুটিং হয় দিল্লিতে। এরপর ২০২২-এ শুটিংয়ের পরিকল্পনা বাতিল করতে হয় ওমিক্রন ভাইরাসের সংক্রমণের জন্য। শুটিংয়ের ফাইনাল সিডিউল স্থির হয় দিল্লি ও মুম্বইতে, ২০২২-এর এপ্রিলে। তারপর আবার শুটিং স্থগিত রাখতে হয় আলিয়া ভাটের প্রেগন্যান্সির কারণে। একই কারণে পিছিয়ে যায় ছবির মুক্তির তারিখও। কথা ছিল ‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ মুক্তি পাবে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি। সেটা গিয়ে দাঁড়ালো ২৮ এপ্রিল ২০২৩। সে হোক, পরিচালক করণ জোহরের ভক্তরা অপেক্ষা করতে প্রস্তুত। ৭ বছর পর বলে কথা !