Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সাহসিকতার পুরস্কার

ছয় থেকে আঠেরো বছরের কিশোর-কিশোরী, যে কোনও ক্ষেত্রে সাহসিকতার অসাধারণ দৃষ্টান্তমূলক কাজ করেছে, দিল্লির ICCW (Indian Council For Child Welfare) তাদের সম্মানিত করবে, BRAVERY AWARD দিয়ে। প্রসঙ্গত, নগদ টাকার পুরস্কার ছাড়াও,পড়াশোনার ক্ষেত্রে সারা বছরের জন্য স্কলারশিপ দেওয়া হবে। সাহসিকতার কাজগুলি এইরকম–কাউকে জলে ডুবে যাওয়া বা আগুনে পোড়ার হাত থেকে বাঁচানো, কাউকে দুর্ঘটনা থেকে রক্ষা করা ইত্যাদি! এই অতুলনীয় কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত নেহরু চিলড্রেন্স মিউজিয়াম-এর যুগ্ম অধিকর্তা প্রবাল দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতার কাজ যারা করে থাকে, তাদের নাম ওঁদের কাছে পাঠালে, ওঁরা সেই কিশোর-কিশোরীর কাছে একটা ফর্ম পাঠিয়ে দেবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ICCW গত ৫২ বছর ধরে এই পুরস্কার প্রদান করছে। প্রবালের কথায়, বহুদিন বাংলা থেকে কেউ এই পুরস্কার পায়নি। সংশ্লিষ্ট সকলে মিলে চেষ্টা করলে বাংলা থেকে আবার কেউ কেউ এই পুরস্কার লাভ করতে পারে। যোগাযোগের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৩। যোগাযোগ : 9433532682, 9432268262, 9830307216.