‘সাহিত্য ও সিনেমা’-য় উপভোগ্য ‘একশো মৃণাল’
আন্তর্জাতিক খ্যাত কিংবদন্তী বাঙালি সিনেমা পরিচালক মৃণাল সেনের এ বছর জন্ম শতবর্ষ। ভারতীয় সিনেমা দর্শককে তিনি উপহার দিয়েছেন ভুবন সোম, পদাতিক, খারিজ, খন্ডহর, একদিন প্রতিদিন, মৃগয়া, আকালের সন্ধানে, আকাশ কুসুম, বাইশে শ্রাবণ ও নীল আকাশের নিচে-র মতো একাধিক ছবি। তারুণ্যের শুরু থেকেই একটি রাজনৈতিক কাজ হিসেবেই চলচ্চিত্রকে দেখেছিলেন তিনি। জীবনের শেষ ছবি পর্যন্ত তাই দেখে গিয়েছেন। শুধু রাজনৈতিক বাস্তবের রেপ্লিকা হয়ে ছিল না এই রাজনৈতিক বীক্ষণ, সিনেমার ভাষাবদলও ছিল মৃণাল সেনের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাঁর ছবিতে বার বার নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংকট ও সংগ্রাম ফুটে উঠেছে।
২৮টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি তথ্যচিত্র নির্মাণ করেছেন মৃণাল সেন। গত মঙ্গলবার সেইসব সিনেমার কয়েকটি ও মৃণাল সেনের কর্মপ্রবাহ নিয়ে এক মনোজ্ঞ আলোচনার আয়োজন ছিল আমাদের ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে। আলোচক ছিলেন চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। তাঁর নিবিষ্ট, গভীর ও ব্যাপ্ত আলোচনায় সমৃদ্ধকর হয়ে ওঠে আলোচনা। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক যেমন প্রমাণিত সত্য। তেমনই দুটি সৃজনের ভাষা যে পৃথক, সেটাও আজ উপলব্ধ। এইসবই পুঙ্খানপুঙ্খভাবে উঠে আসছে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।