Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

সিনেমায় একেন অনির্বাণ আরও একবার

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। রাজস্থানের রুদ্ধশ্বাস কাণ্ডকারখানা নিয়ে আজই পর্দায় আসছেন একেনবাবু। লিখেছেন চারুবাক

বাংলা সিনেমায় প্রয়াত সন্তোষ দত্তের প্রায় রিপ্লেসমেন্ট হয়ে ২/৩ বছর হলো আবির্ভূত হয়েছেন নাট্যাভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁকেই ‘জটায়ু’ করে ফেলুদার গল্পও ছবি হয়েছে। সাধারণ দর্শক তাঁকে সাগ্রহে গ্রহণও করেছেন। অনির্বাণ সুঅভিনেতা, একথা কোনওভাবেই অস্বীকারের নয়। আবার এটাও ঠিক, তাঁর কমিক সেন্স, সংলাপ ডেলিভারির মধ্যে সন্তোষ দত্তের ছায়া প্রবলভাবে প্রতীয়মান। অনির্বাণ নিশ্চয়ই সন্তোষ দত্তকে নকল করেন না। সম্ভবত, ওই ম্যানারিজম তার ডিএনএ-তেই রয়েছে। এরই পাশাপাশি তাঁকে আর একটু জনপ্রিয় করেছে গোয়েন্দা একেনবাবুর চরিত্রটি। ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই তাঁর অভিনয়ে গোয়েন্দা একেনবাবু সুপার হিট। এবার সিনেমার কথা।

Image 1 1
সিনেমায় একেন অনির্বাণ আরও একবার 6

বড় পর্দায় আজই মুক্তি পাচ্ছে ‘গোয়েন্দা একেনবাবু : রুদ্ধশ্বাস রাজস্থান’। এটি গোয়েন্দারূপে একেনবাবুর দ্বিতীয়বার সিনেমার পর্দায় আসা। গত বছর একই তারিখে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের হাত ধরেই বড় পর্দায় একেনবাবুর যাত্রা শুরু হয়। এবারে টিম একেন সেন রুদ্ধশ্বাসে রাজস্থানে হাজির। সংবাদ মাধ্যমের দৌলতে ইতিমধ্যেই একেনবাবুর এবারের কর্মকাণ্ড প্রায় সকলেই জানেন। এটাও জানেন, এবারের লোকেশন জয়সলমির। জানা গেছে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই নাকি পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জয়সলমিরের লোকেশন বেছেছেন। ‘সোনার কেল্লা’ ছবি থেকেই জয়সলমিরের জনপ্রিয়তা তুঙ্গে। এই ছবিটিও একধরনের থ্রিলার এবং গোয়েন্দা একেনবাবুর অভিনয়ে হাসির মোড়কে এক রহস্য সমাধানের গল্পই বলবে।

Image 3
সিনেমায় একেন অনির্বাণ আরও একবার 7

গোয়েন্দা গল্পের কাহিনি আগে থেকে ফাঁস করতে নেই। তাই সাংবাদিক আসরেও পরিচালক জয়দীপ কিংবা একেন অনির্বাণ–দুজনেই গল্পকে আড়ালে রেখে জানালেন, ‘সোনার কেল্লা’-র সঙ্গে এই ছবির কোনও সম্পর্ক নেই। কমন ফ্যাক্টর শুধু জয়সলমির এবং সোনার কেল্লার মধ্যে শুটিং! জয়দীপ জানালেন, ওঁরা এক্সটেন্সিভ শুটিং করেছেন কেল্লার ভিতরে এবং বাইরে। এমন সব জায়গা, যেখানে সত্যজিৎ রায়ও কাজ করেননি। প্রসঙ্গত, জয়সলমিরের পাশাপাশি যোধপুরেও শুটিং হয়েছে। প্রশ্ন ছিল–ফেলুদা, শবর, ব্যোমকেশ, মিতিন মাসির পর আবার একেনবাবু ! দর্শক কেমন ভাবে নেবেন ? জবাবে অনির্বাণ বললেন, “গতবছর পয়লা বৈশাখে প্রথম একেন গোয়েন্দার ছবি রিলিজ করে, সেটা হিট করেছিল। তারপর এসেছে ওটিটি সিরিজ, সেটাও পপুলার হয়েছে। আশা করি, এটাও দর্শকের অপছন্দ হবে না।”

এটা ঠিক, অনির্বাণ প্রমাণ করে দিয়েছেন তিনি ঘরোয়া, পাশের বাড়ির প্রতিবেশী হয়ে যেমন সাবলীল, তেমনি মুখের ওপর সিরিয়াস মুখোশও নিয়ে আসতে পারেন। যেমনটি করেছিলেন সৃজিত মুখার্জির ‘কাকাবাবু’ ছবিতে, এক ভিলেনের চরিত্রে। এই পরিবর্তনগুলো যদি তিনি মাঝে মাঝেই করেন, তাহলে অনির্বাণ চক্রবর্তীর নাম থেকে একেনবাবুর ইমেজ সরে যেতে পারে, এবং সেটা তাঁর কেরিয়ারে টিকে থাকার জন্য জরুরিও বটে !  নিশ্চয়ই অনির্বাণবাবু নিজেও এ বিষয়ে সচেতন! অভিনেতা সন্তোষ দত্ত শুধু ‘জটায়ু’  হননি। তিনি অন্তত আরও পঞ্চাশটি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন, সেখানে ‘জটায়ু’র কোনও ছাপ থাকত না।

The Eken Ruddhaswas Rajasthan Trailer Is Out Now
সিনেমায় একেন অনির্বাণ আরও একবার 8

অনির্বাণ নিয়মিত নাটক করেন, এইতো কদিন বাদেই তাঁকে মঞ্চে দেখব মহাত্মা গান্ধীর চরিত্রে। আবার চেতনা’র নতুন প্রযোজনাতেও থাকছেন তিনি। নিজেকে ভাঙচুর করার কৌশল তাঁর নিশ্চয়ই অজানা নয়। একজন অভিনেতার ভারসেটালিটি না থাকলে বেশি দূর এগোনো মুশকিল। অনির্বাণের সেই যোগ্যতা আছে বলেই মনে করি। প্রসঙ্গত, কলমে একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত দুর্ভাগ্যক্রমে না ফেরার দেশে চলে গেছেন ! অর্থাৎ, নতুন একেন গোয়েন্দা কাহিনি আর পাওয়া সম্ভব নয়। যা তিনি লিখে গেছেন, তাই দিয়েই নির্মাতাদের করে-কম্মে খেতে হবে। সেদিক থেকে শুধু একেন সেনের ওপর নির্ভর করে থাকলে চলবে না। অনির্বাণকে ভাঙতেই হবে নিজেকে।

The Eken Ruddhaswas Rajasthan Et00350763 1675152555
সিনেমায় একেন অনির্বাণ আরও একবার 9

তবে, আপাতত তাঁর একেন সেন রূপে নিজেকে আরও একবার প্রতিষ্ঠা করার দায়িত্ব। তাঁর ওপর প্রযোজক এসভিএফ এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পূর্ণ আস্থা রয়েছে। বিশ্বাস রাখেন দর্শকও। দেখা যাক, ‘গোয়েন্দা একেনবাবু : রুদ্ধশ্বাস রাজস্থান’ সেই বিশ্বাসের প্রমাণ দিতে পারেন কিনা! টিম একেন সেনের বাকি দুই–বাপি ও প্রমথ এবারেও হাজির পর্দায়। অভিনয়ে আগের বারের মতোই আছেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। অন্যান্য চরিত্রে আছেন রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা, সুব্রত দত্ত ও সুদীপ মুখোপাধ্যায়ের মতো ক্ষমতাশালী অভিনেতা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন রম্যদীপ সাহা। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন শুভদীপ গুহ।