সুনীল মসুর গুত্তি রিঙ্কু গ্রোভার
ডাঃ মসুর গুলাটি, গুত্থি, রিঙ্কু দেবী–একই অঙ্গে অনেক রূপধারী এই অভিনেতার নাম সুনীল গ্রোভার। অসম্ভব শক্তিশালী সুনীলকে ছাড়া একটা সময় কপিল শর্মা শো ভাবাই যেত না। তারপর কপিলের কিছু কথায় সুনীলের অভিমান এবং শো ছেড়ে তাঁর বেরিয়ে যাওয়ার খবর সংবাদ মাধ্যমের দৌলতে সকলেরই জানা। কপিল আর সুনীল পৃথক পৃথকভাবে সংবাদ মাধ্যমকে এ বাবদ বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন বটে, যে, ব্যাপারটা নিছক ভুল বোঝাবুঝি। তবে, তারপরেও পরিস্থিতির বদল ঘটেনি। ওঁদের মধ্যে নতুন করে আর মেলবন্ধন স্থাপিত হয়নি। কপিলের শো সুনীলকে বাদ দিয়েই চলছে। ভালোই চলছে।
যদিও, সুনীলের ভক্তকূল এখনও আশা করেন, সব ঠিক হয়ে যাবে। সুনীল ফিরবেন কপিলের শো-তে। এরই মধ্যে রিয়াধে ছিল সলমন খানের দা-বাং ট্যুর। সেই ট্যুরে আরও অনেক তারকার সঙ্গে সুনীলও ছিলেন। ট্যুর সেরে ফেরার পর থেকে ভাইজানের মুখে শুধু সুনীলের কমেডির কথা–কেমন করে স্টেজ মাতিয়েছেন সুনীল, সল্লু ভাইয়ের বিয়ের প্রসঙ্গ তুলে, সেসব। মজা ছেড়ে আসল কথায় আসি। বড়পর্দায় কপিলের পা রাখার চেষ্টা এখনও সাফল্যের মুখ দেখেনি। অন্যদিকে সুনীল কিন্তু ধীরে হলেও এগোচ্ছেন। বড়পর্দায় খবর সৃষ্টি করতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। বহু আলোচিত ‘তান্ডব’-এ সইফ আলি খানের মতো সুপারস্টারের পাশে চুটিয়ে অভিনয় করেছেন সুনীল। আর বিকাশ বহেল পরিচালিত ব্ল্যাক কমেডি ‘সানফ্লাওয়ার’-এ তো লিড রোল তাঁর। জি-ফাইভ-এর এই সিরিজে সোনুর চরিত্রে সুনীল বুঝিয়ে দিয়েছেন তাঁর অপরিহার্যতা।