Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সুরের আসরে কৌশিক

সঙ্গীতশিল্পী কৌশিক দে তাঁর নিজগুণেই সঙ্গীতপ্রেমী শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তাঁর নিবিষ্ট ও মগ্ন সঙ্গীতচর্চার এক মনোরম রূপ আমরা পাই কৌশিকের পরিবেশনে। তাঁর শিক্ষাগুরুরা হলেন, অজয় দাস, দিনেন্দ্র চৌধুরী, সমীর বসু ও গৌতম বসু। গুরু-শিষ্য পরম্পরায় কৌশিক বহন করছেন ঐতিহ্যের গৌরব। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সুর সৃষ্টি ও সঙ্গীত পরিচালনার কাজটিও করছেন কৌশিক, সাফল্যের সঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক পঙ্কজ দাসের ছবি ‘ভূমি’। এ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক। এ বছর কৌশিকের সুরে পুজোর গান রেকর্ড করেছেন তনুশ্রী মন্ডল (লোকগান), ঐশীক দেবনাথ (ছড়ার গান), গায়েত্রী মিত্র (ভক্তিমূলক)। এছাড়া নিজের সুরে আধুনিক গান গেয়েছেন কৌশিক স্বয়ং। জানা গেল, আগামী দিনে এভাবেই বেশ কয়েকটি নতুন গানের সম্ভার শ্রোতার দরবারে আসছে কৌশিকের হাত ধরে।

প্রসঙ্গত, বাংলা ভক্তিসঙ্গীতের হিট অ্যালবাম ‘মহাযোগী বাবা লোকনাথ’-এ কৌশিকের সুরে গান গেয়েছেন কুমার শানু, রূপঙ্কর, টোটন কুমার, জেনিভা প্রমুখ শিল্পী। ‘স্বপ্নের শবদেহ’ নামে একটি টেলিফিল্মের সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। এছাড়া একাধিক টেলিফিল্মে কন্ঠদান করেছেন ভার্সাটাইল শিল্পী কৌশিক। এরমধ্যে উল্লেখযোগ্য শেষ প্রহর, শেষ পরিণাম (মাধুরী চট্টোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট), পরিচয়, স্বজনের খোঁজে, ফকির সাহেব, নিরুদ্দেশ, প্যার হো তো  অ্যায়সা (হিন্দী)। সম্প্রতি তিনি গেয়েছেন ‘মলুয়া’ নৃত্যনাট্যের নায়কের গান। গানগুলির সুরসৃষ্টি করেছেন ডঃ কৃষ্ণা হালদার। কৌশিকের কথায়, গানগুলি অত্যন্ত মনোগ্রাহী। ডঃ কৃষ্ণা হালদারের সুরে গান গেয়ে একজন সঙ্গীতশিল্পী হিসেবে যথার্থই তৃপ্ত তিনি।