সেমি ফাইনালে লড়াই তুঙ্গে
নাচের মঞ্চে উত্তেজনা তুঙ্গে এই সপ্তাহে। ঠিকই ধরেছেন। ডান্স ডান্স জুনিয়র ৩-এর কথাই বলছি। স্বাভাবিক, সেমি ফাইনাল বলে কথা ! আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত প্রত্যেক প্রতিযোগী। বিচারকদের মনে প্রভাব বিস্তার করতে জান লড়িয়ে দিচ্ছে সকলেই। সেমি ফাইনালের পথ ধরেই তো ফাইনাল রাউন্ডে যাওয়া! বোঝাই যাচ্ছে কতটা টেনশনপূর্ণ হতে চলেছে এই সপ্তাহের পর্ব ! গত কয়েক সপ্তাহ ধরে ডান্স ডান্স জুনিয়র ৩-এর মঞ্চ কাঁপিয়েছে কথাকলি, অনুষ্কা, আরোহী, চিত্রিতা, অনুব্রত প্রমুখ, তাদের দুরন্ত পারফরম্যান্সে। এবার প্রতিযোগীদের পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই পর্বের অন্যতম সেরা আকর্ষণ নিঃসন্দেহে ঋতুপর্ণার উষ্ণ উপস্থিতি। তিনি নিজেও একজন প্রশিক্ষিত ডান্সার। তাঁর বর্ণিল নৃত্য পরিবেশন পর্দার বাইরেও দেখেছে বাংলার দর্শক। এই মঞ্চ সাক্ষী থাকবে তারও। আগামী ২৪-২৫ ডিসেম্বর, শনি রবি রাত ৯.৩০ মিনিটে চোখ রাখুন স্টার জলসার পর্দায়।