Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

সোমালির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত

সোমালি মুখার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সদ্য মুক্তি পেয়েছে রবীন্দ্রসঙ্গীতের একটি বিশেষ সংকলন। ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর সহায়তায় গত ২৫ শে জুলাই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমালি মুখার্জি নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে জিউকবক্সটি প্রকাশ করেন। জনপ্রিয় ৫টি রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই সংকলনটি সাজানো হয়েছে। রয়েছে ‘যখন তুমি বাঁধছিলে তার’, ‘বাঁধন ছেঁড়ার সাধন’, ‘আজি ঝড়ের রাতে’, ‘ফুলে ফুলে’ এবং ‘তবু মনে রেখো’। কমেন্টবক্সে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সোমালির গাওয়া প্রায় প্রতিটি গানই শ্রোতামহলে ব্যাপক সমাদৃত। এই জিউকবক্সটিও তার ব্যতিক্রম হবে না, এমনটাই আশা চ্যানেল কর্তৃপক্ষের।