স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি ‘কাফস’
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। ওয়েব সিরিজে অভিনয়ে দুরন্ত শরমন যোশী ও মোনা সিং। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
আর সবকিছু বাদ দিয়ে দুই পাওয়ার প্যাকড অভিনেতা–শরমন যোশী ও মোনা সিংয়ের দুর্দান্ত কাজ দেখার জন্যই এই ওয়েব সিরিজ আপনি দেখতে পারেন। তবে, এর কনটেন্টও খুবই শক্তিশালী–স্পর্শকাতর ও প্রাসঙ্গিক। সোনি লিভ-এ প্রদর্শিত পরিচালক সাহিল সংঘের ‘কাফস’ ২০১৯-এর ব্রিটিশ মিনি সিরিজ ‘ডার্ক মানি’ অবলম্বনে তৈরি। ক্ষমতা ও প্রতিপত্তি কীভাবে সত্য-বিচারকে পদদলিত করে, তারই অনুপুঙ্খ এই সিরিজে। একটি মধ্যবিত্ত পরিবার, তাদের সন্তানের কেরিয়ার ও তাকে কেন্দ্র করে দম্পতির সততা ও মূল্যবোধের সঙ্গে লড়াই বাঁধে স্বপ্নপূরণের তীব্র লোভ ও আকাঙ্খা। আর এর ফলে যে দামটা দিতে হয়, সেটা ভয়ানক !
মুম্বইয়ের রাঘব ও সীমা বশিষ্ঠর ছেলে সানি। সানি তার ডেবিউ ছবির শুটিং শেষ করে ফিরেছে। ছেলেকে উষ্ণ স্বাগত জানায় বশিষ্ঠ দম্পতি। কিন্তু, সানিকে খুশি দেখা দূর, সে যেন চরম বিপর্যস্ত। এরপর সানি ছবির পরিচালক ও নায়ক বিক্রম বাজাজ সম্পর্কে কিছু সিক্রেট জানায়, যাকে কেন্দ্র করে সানি কিনা এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। রাঘব-সীমা উকিলের পরামর্শ নিতে গেলে, উকিল জানায়–চুপচাপ থাকাই ভালো। বিক্রম যথেষ্ট ধনী ও প্রভাবশালী। উকিলের কথায়, ওর বিরুদ্ধে আইনি লড়াই লড়তে গেলে, বশিষ্ঠরা সর্বশান্ত হয়ে যাবে।
এরপরের নাটক গড়ায় আরও জটিল পথে। বশিষ্ঠরা যখন হতভম্ব, কী করবে সেই ভাবনায়, তখনই বিক্রমের লিগ্যাল টিমের পক্ষ থেকে তাদের চুপ করে থাকার মূল্য হিসেবে মোটা অংকের টাকা অফার করা হয়। বিক্রম যাতে চটে না যায় এহেন বদনামী খবরের প্রভাবে, সাংবাদিকদের এড়িয়ে চলার চেষ্টা করে রাঘব। বিক্রম ঠিক করে, সানিকে বাদ দিয়েই ছবির ট্রেলার লঞ্চ করবে। অন্যদিকে, সানি তার স্কুলের বন্ধুদের সঙ্গে এক অদ্ভুত হোয়াটসঅ্যাপ গ্রুপ-চ্যাটে জড়িয়ে পড়ে এবং অগ্যস্ত বলে একজনের ইনভিটেশন গ্রহণ করে।
বাকিটা আপনারা পর্দায় দেখবেন। বলে দিলে গল্পের মজা নষ্ট ! প্রযোজনা অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট ও মাদিবা এন্টারটেনমেন্ট। শরমন ও মোনা ছাড়াও অভিনয় করেছেন মিখাইল গান্ধী, তেজস্বী সিং আহলাওয়াত, ভিভান ভাটেনা প্রমুখ। কাহিনি করণ শর্মা। ক্রিয়েটর সুভাষ কাপুর। মিউজিক প্রণয়। আপাতত ৬ পর্বের প্রথম সিজন দেখান হচ্ছে। পর্বে পর্বে উত্তেজনা, চূড়ান্ত নাটক দর্শককে টানটান আগ্রহে ধরে রাখে। বিষয় ও অভিনয়ের গুণে সংবাদ মাধ্যমের প্রশংসা জিতে নিয়েছে ‘কাফস’। পছন্দ করেছে দর্শকও। পরবর্তী সিজনের অপেক্ষায় সকলেই।