Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

স্বাধীনতা ও নারীমন

আর একটি স্বাধীনতা দিবস সমাগত। এ বছর ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। নিঃসন্দেহে আপামর দেশবাসীর কাছে এ এক আনন্দময় মুহূর্ত। প্রশ্ন, এই ৭৫ বছরে কতটা স্বাধীনতা প্রাপ্তি ঘটেছে এদেশের অগণিত নারীর ? কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম তাঁরা ? নারীর অন্তরের আবেগ ও অভিমান কতখানি গুরুত্ব পায় সমাজের কাছে ? ‘স্বাধীনতা ও নারীমন’ এইসব প্রশ্ন নিয়েই, আগামী ১২ই আগস্ট, সন্ধ্যা ৭টায়। উপস্থিত থাকবেন বাচিকশিল্পী শম্পা বটব্যাল ও রঞ্জনা সেনগুপ্ত এবং সঙ্গীতশিল্পী অর্পিতা কর মণ্ডল। ঋতুর নিয়ম মেনেই বিদায় জানাতে হয় তাকে। বর্ষার মোহমুগ্ধ আবেশের মাঝেই আমরা শুনি তার চলে যাবার ঘন্টা। আজ সন্ধ্যায় আমাদের আড্ডার বিষয় ‘বিদায় বর্ষা’। অতিথি বাচিকশিল্পী জুঁই ভট্টাচার্য ও সঙ্গীতশিল্পী অশেষ মুখোপাধ্যায়। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। গত ২৯শে জুলাই ‘বাংলা আমার গানের ভাষা’ শিরোনামের অনুষ্ঠানে আমরা শুনলাম  অপরাজিতা বসুর গান। এই সময়ের একজন অত্যন্ত প্রতিভাশালী গায়িকা তিনি। আগামী ১৯ শে আগস্ট উপস্থিত থাকবেন অত্যন্ত গুণী এক মানুষ, সঙ্গীতশিল্পী তপতী বিন্দু। বাংলার বাচিক শিল্পকে গর্বিত করেছেন যিনি, আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চায় নিবেদিত প্রাণ সুমন্ত্র সেনগুপ্ত থাকবেন আগামী ২৬শে জুলাই।