Monday, February 3, 2025
সম্পাদকীয়

স্বাধীন ছবি

গত কয়েক বছর ধরেই সিনেমা নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি উঠে এসেছে। স্বাধীন পরিচালক, স্বাধীন ছবি ইত্যাদি ইত্যাদি। এবার বোধহয় বিষয়টা কিছুটা পরিস্কার করার সময় এসেছে। যাঁরা ভিন্নধারার ছবি তৈরি করেন, প্রযোজক বা পরিচালক, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল সম্প্রতি নানাসূত্রে। যেটা বুঝলাম, শুধুমাত্র নিজের পয়সায় বা স্বল্প বিনিয়োগে কেউ যদি একটি ছবি বানিয়ে ফেলেন, তাহলেই সেটা স্বাধীন ছবি বলে বিবেচিত হবে না। এখানে সবচেয়ে বেশি যেটায় জোর দেওয়া হচ্ছে, সেটা হলো স্বাধীন চিন্তা।

বিষয় নির্বাচন থেকে বিষয় বিন্যাস–একজন পরিচালক কতটা একেবারে নিজের চিন্তা, মনন, ভাবনার ব্যাপ্তি ও গভীরতা অনুসারে কাজটা করতে পারছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও রকম সামাজিক চাপ, কেউ বিনিয়োগ করলে–তার দাবি ও আবদার, তারকা অভিনেতাদের বায়নাক্কা–এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের মনমতো ছবি বানানোটাও একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে যখন একজন পরিচালক নিজের বিষয়ভাবনাকে প্রতিষ্ঠা করে ছবিটি বানাতে সমর্থ হন, তখনই তাকে আমরা স্বাধীন চলচ্চিত্র বলতে পারি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কোনও বড় প্রোডাকশন হাউস বা বৃহৎ বিনিয়োগকারী সংস্থা একজন পরিচালককে কাজের ক্ষেত্রে যদি সম্পূর্ণ স্বাধীনতা দেন, তাকেও আমরা অবশ্যই স্বাধীন ছবি বলবো।

একটা অত্যন্ত ইতিবাচক দিক হলো, আক্ষরিক অর্থেই যাকে আমরা স্বাধীন ছবি বলতে পারি, তেমন ছবি নির্মাণের প্রবণতা যথেষ্ট বেড়েছে ইদানীং। নতুন প্রজন্মের বহু পরিচালক আর্থিকক্ষেত্রে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করছেন, রিয়ালিস্টিক ছবি নির্মাণের। এ ছবির চরিত্ররা ‘লার্জার দ্যান লাইফ’ নয়। আমার, আপনার মতোই সাধারণ মানুষ, যাদের আনন্দ-বেদনা, স্বপ্ন, আকাঙ্খা, সুখ-দুঃখ, রাগ, ঈর্ষা, প্রতিহিংসা আমাদের খুব চেনা। বাণিজ্যিক ছবির হিরোর মতো সর্বদা জয়ী নয় এইসব ছবির নায়করা, এরা পরাজিতও হয় বহু সময়। এসব ছবির ক্লাইম্যাক্সও চেনা ছকে ঘটে না।

সিনেমা নির্মাণের ক্ষেত্রে স্বাধীনতার এই সংজ্ঞা যে শুধু পরিচালকদের ক্ষেত্রেই চোখে পড়ছে, তা নয়। লেখক, চিত্রনাট্যকার, সিনেমাটোগ্রাফার, এডিটর–সব ক্ষেত্রেই স্বাধীন, জীবনমনস্ক, চেতনাসম্পন্ন তারুণ্যের জয়জয়কার সমান্তরাল পথে অগ্রগামী। বাণিজ্যসফল, কোটি টাকার ব্যবসা করছে যে সব ছবি, মিডিয়া যাদের সমর্থনে ঝাঁপিয়ে পড়ে, সেই ছবিগুলির রমরমা তো চলবেই। তারই পাশাপাশি স্বাধীন ছবির জয়যাত্রার সূচনাও হয়ে গেছে। এর থেকে ভালো সত্যিই আর কিছু হতে পারে না।