Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

স্মৃতিপথে ফিরে এলো ‘নগর জীবন’

থেমে যায় কেবল নশ্বর দেহের ক্রিয়া-প্রতিক্রিয়া। শিল্পী ও তাঁর সত্তা বেঁচে থাকে সৃষ্টির অবদানে। গত ২১ ফেব্রুয়ারি বাংলা সঙ্গীত মহল হারিয়েছে তাদের অমূল্য রত্ন, প্রবাদপ্রতিম গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়কে। সুর যাঁর প্রশ্বাস, সঙ্গীতসাধনা যাঁর প্রাণের রসদ–তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমও তো হবে তাঁরই সুরে বাঁধা গান।

গত ১২ মার্চ মিউজিক হেরিটেজ ও ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে একটি সমবেত সঙ্গীত। শিরোনাম ‘নগর জীবন’। গানটি লিখেছেন অমিয় দাশগুপ্ত। গানটিতে প্রথম সুর দিয়েছিলেন অভিজিৎ বন্দোপাধ্যায়। সেসময় গানটি গেয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর সেন। বাংলা আধুনিক গানের যাত্রাপথে যা ছিল অন্যতম মাইল ফলক। নবীন সংস্করণে মিউজিক হেরিটেজের প্রায় ২২জন শিল্পী একযোগে গান-বাজনা স্টুডিওতে গানটি গেয়েছেন। সঙ্গীত আয়োজন করেছেন অভিজিৎ বাবুর সুযোগ্য পুত্র বিশিষ্ট সুরকার অমিত বন্দোপাধ্যায়।

প্রসঙ্গত, অমিতবাবু বলেন, “বাবা আজ আমাদের মধ্যে নেই। তবে বাবার তৈরি করা প্রতিটি সুর প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়বে। তাঁর শুরু করা কাজ কখনওই থেমে থাকবে না। এভাবেই তাঁকে আমরা সবসময় তাঁর সুরে অনুভব করবো।” রেকর্ডিং চলাকালীন এবং গানটি প্রকাশনার পরে অভিজিৎ বাবুর স্মৃতিচারণায় অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন। তারই মাঝে চির শাশ্বত রূপ পেয়েছে ‘নগর জীবন’।