Monday, February 3, 2025
৫ফোড়ন

হটস্টার  পরিণীতি

অভিনয়টা যে তাঁর সহজাত, সেকথা এখন সকলেই স্বীকার করেন। দিদি প্রিয়াঙ্কা চোপড়া, এই সূত্রেই বাড়তি সুবিধা পেয়ে ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করেছেন, একথা আর যাই হোক, পরিণীতি চোপড়ার ক্ষেত্রে খাটে না। ‘ইশকজাদে’ থেকে ‘সাইনা’–পরিণীতি বুঝিয়ে দিয়েছেন তিনি দিদি প্রিয়াঙ্কার ফুটস্টেপ ধরে চলেন না। তাঁর এলাকা একান্তই পরিণীতির নিজের তৈরি। ইদানিং একটি টিভি রিয়ালিটি শোতে দেখা যাচ্ছে তাঁকে, বিচারকের আসনে। সেখানেও হাসিখুশি প্রাণবন্ত পরিণীতি নজর কেড়েছেন সবার। আর স্লিম হওয়ার পর যে তাঁর আকর্ষণ আরও বেড়েছে, তাতেই বা সন্দেহ কী ? অভিনয়ের পাশাপাশি ফ্যাশন বিষয়েও পরিণীতির আগ্রহ এখন সর্বজনবিদিত। হালফিল ফ্যাশনের পোশাকে আবেদনময়ী পরিণীতি ফটোশুটে কামাল করেছেন, যা ভাইরাল হয়েছে বিপুলভাবে।