হাসির ঝড় তুলতে আসছে আয়ুষ্মানের পূজা
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। রমকম ড্রামা ‘ড্রিম গার্ল ২’-এ মজার ডাবল ডোজ। লিখেছেন অজন্তা সিনহা।
কাহিনির প্রয়োজনে বা বাড়তি বিনোদনের যোগান দিতে, কস্টিউম ও মেকআপে, চলন-বলন, কথাবার্তায় পুরুষ তারকাদের পর্দায় নারী হয়ে ওঠা আমাদের দেখা অতি চেনা ঘটনা। হলিউড, বলিউড সর্বত্র এই ট্রেন্ড বিদ্যমান। বলিউডি ছবিতে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, তালিকায় কে নেই ? আয়ুষ্মান খুরানা অভিনীত রমকম ড্রামা ‘ড্রিম গার্ল ২’-এ বলিউডের এই সময়ের অন্যতম সেরা অভিনেতাটিকেও এমনই এক অবতারে দেখতে পাবো আমরা। ২০১৯-এ ‘ড্রিম গার্ল’ মুক্তি পায় এবং দারুণভাবে বাণিজ্যিক সাফল্য পায় এই রমকম। দর্শক চূড়ান্ত উপভোগ করেন আয়ুষ্মানের অভিনয়, ছবির মজাদার কাহিনি ও তার পরিবেশনা। সেই বছরের হায়েস্ট গ্রস ছবিগুলির অন্যতম ছিল ‘ড্রিম গার্ল’। গত বছর ‘ড্রিম গার্ল’-এর সিকোয়েল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন আয়ুষ্মান। তখন থেকেই এই ছবি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে।
পূজা ও করমবীর–এই দুই চরিত্রে ছবিতে দেখা যাবে আয়ুষ্মানকে। তাঁর বিপরীতে আছেন অনন্যা পান্ডে (পরী শেঠ সিং)। এছাড়াও আছেন অন্নু কাপুর (করমবীরের বাবা জগজিৎ সিং), পরেশ রাওয়াল (পরীর বাবা আন্না শেঠ), রাজপাল যাদব (বিকাশ সবকুছওয়ালা), মনোজ যোশী (সুনীল চৌধুরী), সীমা পাওয়া (মঞ্জুলা, সুনীলের স্ত্রী), আসরানি, মনযোত সিং, অভিষেক ব্যানার্জি প্রমুখ। কাস্টিং দেখেই মালুম হয়, ছবির পরতে পরতে কী পরিমাণ হাসির উপাচার মিলতে চলেছে ! ‘ড্রিম গার্ল ২’ পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। তাঁরই লেখা কাহিনি, সঙ্গী নরেশ কাথুরিয়া। সিনেমাটোগ্রাফি সি কে মুরলিধরণ। বালাজি মোশন পিকচার্স-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর ও শোভা কাপুর।
ইতিমধ্যেই পূজাকে ঘিরে ছবির বেশ কয়েকটি টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে রীতিমতো উদগ্রীব নেটিজেনরা। যেমন, রণবীর কাপুর ফোন করে পূজাকে বলছেন, আনসার দ্য ফোন পূজা, রণবীর কাপুর ইজ কলিং !! হোলি উপলক্ষে যে টিজারটি প্রকাশ পায়, সেখানে ক্যাপশনে লেখা ইয়ে লো, হোলি কে সাথ পূজা…! ড্রিম গার্ল ভি আ গয়ি আপনা রঙ দিখানে ! গত ভ্যালেন্টাইন দিবসে আয়ুষ্মান ও অনন্যা একত্রে প্রকাশ করেন ‘ড্রিম গার্ল ২’-এর টিজার। সেখানেও পূজার কিছু কথা শোনা যায়–আয়ুষ্মান নারীকণ্ঠে পারফেক্ট নাটক জমান।
পূজা-লুকে আয়ুষ্মানের যে ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে, সেখানে তাঁর মুখ দেখা যাচ্ছে না। ব্যাকলেস লেহেঙ্গার গভীর আবেদনে, ঝলমলে কাপড়ে সহজেই ঝড় তুলে দিয়েছে আয়ুষ্মানের পূজা। রণবীর কাপুরের সঙ্গে টেলিফোনে কথা বলছে পূজা অর্থাৎ ড্রিম গার্ল–হ্যালো ম্যাঁয় পূজা বোল রহি হুঁ। আপ কৌন ? উত্তরে পুরুষকণ্ঠ, তুমনে মেরি আওয়াজ নহি পেহচানি ? ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে ‘বাচনা অ্যয় হাসিনো…’! এবার পূজা বলে, পেহচান লিয়া… এক নাম্বার কে ঝুটে হো তুম ! শাদি কা ওয়াদা মুঝসে আউর শাদি আলিয়া, কিসি আউর সে ? প্রোমোটিতে পূজা থুড়ি আয়ুষ্মানের কাণ্ডকারখানায় লোকজন আগাম ফিদা, এতটাই পারফেক্ট তিনি বিষয়গুলিতে।
মথুরার আন্না শেঠের কন্যা পরীকে ভালোবাসে করমবীর। স্বভাবগত দিক থেকে সিরিয়াস করম এমন এক পরিস্থিতিতে পড়ে, যে, জীবন তাকে শেখায় ঠিক উল্টোটা। অর্থাৎ সিরিয়াস হয়ে কিছু লাভ নেই। জটিল পরিস্থিতি সামাল দিতে করম নিজেকে পূজায় পরিণত করে। তাতে, ঝামেলা বাড়ে বই কমে না। সে হোক, পর্দায় যত ঝামেলা, তত দর্শকের মজা ! বস্তুত, সিকোয়েলে এসে ড্রিম গার্ল মজার ডাবল ডোজ দিতে প্রস্তুত, রমকমের রকমসকম দেখে তাই মনে হচ্ছে। আর পুরো বিষয়টাই যে দাঁড়িয়ে আয়ুষ্মানের তুখোড় অভিনয়ের ওপরে, সে কথাও আগাম বলে দেওয়া যায়। আগামী ৭ই জুলাই মুক্তি পাবে ‘ড্রিম গার্ল ২’।