Monday, February 3, 2025
৫ফোড়ন

হৃত্বিকের নয়া সঙ্গিনী

নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা এবং শেষে স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদ। এসব তো কত আগেই পিছনে ফেলে এসেছেন বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম মানুষটি। আজকাল বরং সুজানের সঙ্গে হৃদ্যতার সম্পর্কই তাঁর, নাকি ছেলেদের ভালো থাকার স্বার্থে। এরইমধ্যে আবার খবরে হৃতিক। একেবারে হাতেনাতে ধরা পড়েছেন তিনি এক অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে। গসিপ লিখিয়েরা বলছে ‘রহস্যময়ী নারী’। বান্দ্রার এক রেস্তোরাঁয় মাস্ক পরিহিত জনতা তাঁদের একত্রে দেখেই ছবি ও ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে। যথারীতি গণনাও শুরু হয়ে গেছে, হৃতিকের নতুন সঙ্গিনীর পরিচয় নিয়ে ! ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি-ভিডিওর নিচে অনেকেই জানিয়েছেন, ইনি নির্ঘাত হৃতিকের নতুন গার্লফ্রেন্ড সাবা আজাদ। সাবা হোন বা অন্য কেউ, হৃতিক চর্চায় আছেন। যেভাবেই হোক।