সাতদিনে ৩৫ কোটি
রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবিতে তাঁর উপস্থিতি নেহাতই এক ক্যামিও চরিত্রে। শুটিং করেছেন মাত্র এক সপ্তাহ। তাতে কী, দক্ষিণী এই ছবিতে কাজ করে বলিউড তারকা অজয় দেবগণ পারিশ্রমিক নিয়েছেন ৩৫ কোটি টাকা। তবে, ছবিতে অল্প সময়ের জন্য থাকলেও অজয়ের চরিত্রটি গুরুত্বপূর্ণ, জানিয়েছেন স্বয়ং পরিচালক রাজামৌলি। ‘অজয়ের চরিত্র এ ছবির প্রাণ’–এমনটাই বলেছেন তিনি। ‘আরআরআর’-এর প্রচারেও যথেষ্ট গুরুত্বে হাজির ছিলেন অজয়। প্রসঙ্গত, সম্পূর্ণ বাণিজ্যিক কারণেই অজয়কে ক্যামিও চরিত্রে নিয়েছেন রাজামৌলি। দক্ষিণী ছবিতে উত্তর ভারতের দর্শককে টানাই এর মূল কারণ। সে হোক, উদ্দেশ্য যা-ই থাকুক পেশাদারিভাবে লাভবান হলেন অজয়। প্রতিযোগিতার ময়দানে পড়ে পাওয়া চোদ্দ আনা থুড়ি ৩৫ কোটি ঘরে তো এলো !