কথায়-গানে বসন্ত
ফাগের খেলায় বর্ণময় বাসন্তী সন্ধ্যায় গানে-কবিতায় মুখর হলো ননস্টপ আড্ডা। গত ১৮ মার্চ রঙের সন্ধ্যায় দর্শক বন্ধুদের মনের ক্যানভাসে তুলির আঁচড় টেনেছেন একদল বিশিষ্ট শিল্পীর। অনুষ্ঠানের শিরোনাম ‘কথায় গানে বসন্ত’। গান ও আবৃত্তি ও গদ্যাংশ পাঠে মাতিয়েছেন সাত্যকি চক্রবর্তী, চন্দ্রালী কর, রাজু চক্রবর্তী ও তিতীর্ষা জোয়ারদার সমগ্র অনুষ্ঠানে কথা সংযোজনার গুরুভার সামলেছেন বিশিষ্ট সাংবাদিক অজন্তা সিনহা।
প্রায় দুঘন্টা ব্যাপী এই ভার্চুয়াল বসন্ত সমাগম মন জয় করেছে দর্শকদের। কমেন্ট বক্স খুললেই চোখে পড়ে দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা। কেবল সাংস্কৃতিক সন্ধ্যাযাপন নয়, সঙ্গে ছিল রঙের একাল-সেকালের একগুচ্ছ গল্প ও স্মৃতিচারণা। সব মিলিয়ে এই সন্ধ্যা বেশ খানিকটা জায়গা আদায় করেছে ডিজিটাল প্ল্যাটফর্মের শ্রোতাবৃন্দের মনে।