Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

প্রকাশিত ‘রুদ্রপলাশের ডাকে’

কারুলিপি প্রকাশন ও পেন ওয়েষ্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে সুহিনা বিশ্বাস মজুমদারের কবিতা সঙ্কলন ‘রুদ্রপলাশের ডাকে’। সঙ্কলনটিতে মোট ৫৭টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলিতে মেলে চলমান জীবনের বিভিন্ন দিক।  দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ছবি কবিতাগুলির ছত্রে ছত্রে বিমোচিত, যা পাঠককে এক অনাবিল ভালোলাগার স্বাদে ভরিয়ে তোলে। রুদ্রপলাশের ডাক, জড় আমি মৃত আমি, একটা প্রেমের কবিতা, সসমর্পিত, অঙ্কুর, অন্য প্রেমের কাব্য, ব্যবচ্ছেদ, বত্রিশ সিংহাসন, বিক্রম ও আমি, আলোতে ছায়াতে, বিপন্ন বোহেমিয়ান শিরোনামের কবিতাগুলি বিশেষ উল্লেখের দাবি রাখে। পেশায় শিক্ষিকা সুহিনা বিশ্বাস মজুমদার রবীন্দ্রনাথের ভাবনা ও স্বামী বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাসী। কর্তব্য, ভালবাসা, সঙ্গীত এবং লেখালেখি তাঁর চলার পথের পাথেয়। এটি তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ। প্রথম দুটি গ্রন্থের মত এটিও পাঠকের কাছে সমাদৃত হবে, আশা করা যায়। ঝকঝকে ও নির্ভুল মুদ্রণ বইটির অন্যতম সম্পদ। সুগত চৌধুরীর প্রচ্ছদটিও প্রশংসনীয়। বইটির বিনিময় মূল্য ১০০ টাকা।