Tuesday, May 13, 2025
৫ফোড়ন

সুহানা সফর শুরু

প্রত্যাশিতই ছিল এ খবর। সিনেমাকেই কেরিয়ার করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। জনপ্রিয় কমিক ‘আর্চি’-র ওপর সিনেমা তৈরি করছেন জোয়া আখতার। সেই ছবিতেই ডেবিউ হচ্ছে সুহানার। এই বছরই নিউইয়র্ক থেকে ফিরেছেন সুহানা। শুরু থেকেই অত্যন্ত পরিনতমনস্ক সুহানার মধ্যে তারকা হওয়ার সমস্ত গুণ লক্ষ্য করা গেছে। বিশেষত, দাদা আরিয়ানের ড্রাগ-সংক্রান্ত জটিলতায় জড়িয়ে পড়ার সময় তাঁকে দেখা গেছে পুরো পরিবারকে সামলাতে। আরিয়ান জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার পর, তাঁকে নিয়ে সামাজিক মেলামেশার জায়গাগুলিতেও গেছেন সুহানা। সম্প্রতি ফারহান আখতারের বিয়ের রিসেপশনে যোগ দেন ভাইবোন। এরই পাশাপাশি কেরিয়ার নিয়েও সচেতন তিনি। ফটোশুট করেছেন একেবারে পেশাদারী মাত্রায়। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, জোয়ার ছবিতে সুহানার সঙ্গে শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও আছেন।