বলিউড নয়, হলিউড
পরিচালক রামগোপাল ভার্মা থেকে মহেশ ভাট–সকলেই এখন এককাট্টা একটি বিষয়ে। ঠিকই ধরেছেন। দক্ষিণী তারকা মহেশ বাবু। কয়েক সপ্তাহ আগেই মহেশ যা বলেছিলেন, তার অর্থ বাংলা করলে দাঁড়ায়, বলিউডের সামর্থ্য নেই আমাকে দিয়ে কাজ করায়। এরপরই লেগে যায় আগুন ! অন্য সময় যাঁরা একে অপরের মুখ দেখেন না, বলিউডের সেই অভিনেতা-পরিচালকদের সকলেরই আঁতে ঘা লাগে এবং তাঁরা একত্রে প্রতিবাদে মুখর হন। মহেশ উদ্ধত, অহঙ্কারী–এসব ট্যাগও লাগানো হয় তাঁর গায়ে। যদিও বিষয়টা ঠিক এভাবে আসেনি। মহেশ বলেছিলেন, দক্ষিণী সিনেমা ছেড়ে তাঁকে যদি অন্য ময়দানে নামতেই হয়, তবে বলিউড কেন, তিনি হলিউডেই চেষ্টা করবেন। তারপর সাংবাদিকদের জোরাজুরিতে তিনি কিছুটা মজার ছলেই ওই সামর্থ্যের বিষয়টি উল্লেখ করেন। এক্ষেত্রে একটি পরিষ্কার হিসেব। চারটি রাজ্য মিলে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের সমান্তরাল অবস্থানে নিজেদের দাঁড় করিয়েছে অনেক আগেই। হিন্দি ছবির দর্শক বেশি, এটা ঠিক। কিন্তু দক্ষিণের মানুষের সিনেমা প্রেম অনেক নিবিড় ও একাগ্র, যাকে আমরা বলি কমিটেড। সেখান থেকে বেরিয়ে যদি পা রাখতে হয়, তাহলে মহেশের মতো একজন তারকা অনেক বড় মাঠ খুঁজবেন, সেটাই তো স্বাভাবিক !