Monday, February 3, 2025
৫ফোড়ন

খোলামেলা জাহ্নবী

শ্রীদেবী নাকি মোটেই চাননি, কন্যা জাহ্নবী সিনেমা জগতে পা রাখুক। অন্তত পড়াশোনা শেষ করার আগে নয়। শ্রীদেবীর এই ইচ্ছের মান রাখেননি জাহ্নবী। শ্রীদেবী বেঁচে থাকাকালীনই তাঁর কন্যারত্নের ডেবিউ ছবির ঘোষনা হয়ে যায়। রত্নই বটে ! প্রতিভা বা শিক্ষা কোনওটাই নেই মেয়ের। লোকজনের মতে এই কারণেই শর্টকাট, অর্থাৎ পোশাক-আশাক সংক্ষিপ্ত করে বাজিমাতের সোজা পথ বেছে নিয়েছেন জাহ্নবী। কাজের ক্ষেত্রে এর ফল এখনও বোঝা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় খুবই হিট খোলামেলা শ্রীদেবী-কন্যা। সম্প্রতি মিনি ব্ল্যাক ড্রেসে তাঁকে দেখা গেছে একটি রেস্তোরাঁয়। সেখানেই ক্যামেরাবন্দি তিনি, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড। যা দেখে নিন্দুকেরা বলছে, এর থেকে তো রাত পোশাকও ভালো ছিল।