Monday, February 3, 2025
৫ফোড়ন

ড্রামা কুইনের ‘ধাকড়’ এবং

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার ‘ধাকড়’, খবরটি চাউর হতেই বাজার পুরো গরম। গত কয়েক বছর ধরে কঙ্গনা হাত ধুয়ে বলিউডের প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকাদের পিছনে পড়েছিলেন। তাঁর আক্রমণের হাত থেকে প্রায় কেউই বাদ যাননি। এক সময়ের প্রথমসারির এই তারকা পর্দার বাইরে ইদানীং চরম বিতর্কের ড্রামা কুইনে পরিণত। বিশেষ করে মিডিয়ায় সারাক্ষণ থাকার জন্য কী না করেছেন তিনি ! কিন্তু কিছুই তাঁর অভিনীত ‘ধাকড়’কে বাঁচাতে পারেনি। নিন্দুকেরা বলছে কঙ্গনার ফোকাস থেকে অভিনয়শিল্প বিষয়টাই অন্তর্হিত। সেইজন্যই এই বিপর্যয়। কঙ্গনা হয়তো এই ছবিতে ভালো অভিনয়ই করেছেন। কিন্তু তাঁর অভিনেত্রী ইমেজের থেকেও রাজনৈতিক বিতর্কের সস্তা নাটকের পাত্রী হওয়ার ব্যাপারটা বড় হয়ে ওঠায়, লোকজন কঙ্গনার ছবির প্রতি আগ্রহ হারিয়েছে। হবে হয়তো। আপাতত মুখরক্ষার জন্য কুইনের বক্তব্য, অভিনয় নয়, পরিচালনাতেই স্বচ্ছন্দ তিনি ! খুব শিগগিরই তাঁর  পরিচালিত দ্বিতীয় ছবি ‘ইমারজেন্সি’র কাজ শুরু হবে। পাঠক স্মরণ করুন কঙ্গনা পরিচালিত প্রথম ছবি ‘মনিকর্নিকা’ র বৃত্তান্ত। সেখানেও বেশ খানিকটা বিতর্ক মাখিয়ে রেখেছেন তিনি।