Monday, February 3, 2025
ওয়েব-Wave

বেশ ভালো লাগে

সেই যে হলুদ পাখি

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। লিখছেন মৃণালিনী ঠাকুর

বাংলায় মিউজিক্যাল থ্রিলার খুব বেশি তৈরি হয়নি–অন্তত বড় বা ছোট পর্দায় নয়। ওয়েব সিরিজের ক্ষেত্রে থ্রিলার এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয়। অভিযোগ, বড় বেশি ক্রাইম আর সেক্স সেখানে ! সেইদিক থেকে ক্রাইম থাকলেও, মিউজিক্যাল থ্রিলার নিঃসন্দেহে দর্শকের জন্য কিছুটা হলেও স্বাদ বদলের সম্ভাবনা তৈরি করে। হইচই-এ প্রদর্শিত ‘সেই যে হলুদ পাখি’ অবশ্য শুধু বিষয়ের জন্য নয়, এর নির্মাণ কৌশল থেকে অসাধারণ একদল অভিনেতার উপস্থিতি–সব নিয়েই মন টেনেছে বাঙালি দর্শকের। ‘সেই যে হলুদ পাখি’-র নির্দেশক দুজন–প্রথম সিজনে অনির্বাণ মল্লিক ও দ্বিতীয় সিজনে জয়দীপ মুখার্জি।

Images 5 2
বেশ ভালো লাগে 10

অনির্বাণ এর আগে ‘হেলো’ এবং ‘একেন বাবু’ পরিচালনা করেছেন। এর মধ্যে ‘একেন বাবু’ তো খুবই জনপ্রিয় হয়েছে একেবারে ভিন্ন অভিমুখী গল্পের কারণে। এখানে রহস্য আছে, রহস্যভেদীও আছেন। কিন্তু তিনি মোটেই ব্যোমকেশ বা ফেলু মিত্তির গোত্রের নন। তা হোক ! দেখতে সাদামাটা টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি একেন বাবুকে দারুণ পছন্দ করেছে দর্শক। আকর্ষনীয় গল্প ও স্মার্ট চলনে কম যায় না ‘হেলো’-ও। লেখক, পরিচালক, অভিনেতা জয়দীপ মুখার্জি বাংলা বিনোদন জগতের এক প্রিয় নাম। ‘এখানে আকাশ নীল’, ‘গানের ওপারে’ ইত্যাদি সিরিয়াল এবং ‘ব্যোমকেশ’, ‘নবাব’ ইত্যাদি ছবি তৈরির কৃতিত্ব তাঁর। এহেন জয়দীপ ও অনির্বাণের তৈরি ‘সেই যে হলুদ পাখি’ নিয়ে তাই শুরু থেকেই আগ্রহ ছিল।

পাঁচ বছর আগে হারিয়ে গেছে পুলিশ অফিসার সোমনাথ মৈত্রর (শাশ্বত চট্টোপাধ্যায়) মেয়ে মিতিল। মেয়ের খোঁজ পাওয়ার ব্যাপারে সোমনাথের যোগাযোগ ইউথানাসিয়া ব্যান্ডের লিড সিঙ্গার বৈদেহীর (ত্রিধা চৌধুরী/ইডা) সঙ্গে। বৈদেহী সোমনাথকে কথা দিয়েছিল তাদের শেষ কনসার্টের শেষ গানটি মিতিলের লেখা একটি গান হবে। নিজের ছন্নছাড়া, অবিন্যস্ত জীবনকে গুছিয়ে নিতে চাইছিল সে। দীপ তাকে প্রোপোজ করার পর আর একটু বেশি করে জীবনের কাছে ফিরতে চাইছিল বৈদেহী। কিন্তু কিছুই ঠিকঠাক ঘটলো না। সোমনাথকে দেওয়া কথা রাখলো না বৈদেহী। শুধু তাই নয়, সে কনসার্টের শেষে সোমনাথের সঙ্গে কথা না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। সোমনাথ অনুসরণ করে বৈদেহীকে এবং গিয়ে দেখে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৈদেহীর। পুলিশ বৈদেহীর মৃত্যুর জন্য সোমনাথকেই দায়ী করে। এমনই ভিন্নস্বাদের এক টানটান রহস্যের পটভূমিতে তৈরি ‘সেই যে হলুদ পাখি’।

Images 10
বেশ ভালো লাগে 14

অসাধারণ অভিনেতাদের কথা বলেছিলাম। শাশ্বত, ত্রিধা ছাড়াও দুটি সিজন মিলিয়ে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায় (দীপ), বিদীপ্তা চক্রবর্তী (বৈদেহীর মা), সুদীপ মুখোপাধ্যায় (পুলিশ কমিশনার), কৌশিক সেন (দিগন্ত), রূপাঞ্জনা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, সোমরাজ মাইতি, ইন্দ্রনীল মল্লিক, দেবদূত ঘোষ, মিঠু চক্রবর্তী, অঙ্গনা রায়, অর্ণব ব্যানার্জি, সৌম্য ব্যানার্জি, মানসী সেনগুপ্ত, অরুণাভ দে প্রমুখ। প্রসঙ্গত, এই সিরিজের হাত ধরেই প্রায় দু বছর পর বাংলা বিনোদন দুনিয়ায় ফিরলেন ত্রিধা। মিউজিকাল থ্রিলার ‘সেই যে হলুদ পাখি’-র গান স্বাভাবিকভাবেই পৃথক গুরুত্বে নির্মিত হয়েছে। রয়েছে বেশ কয়েকটি গান। সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব। গানগুলি চমৎকার। ব্যান্ডের লিড সিঙ্গার বৈদেহী। তার আকস্মিক মৃত্যু, তার আগে মিতিলের হারিয়ে যাওয়া বা এই ঘটনার সঙ্গে বৈদেহীর সম্পর্ক–সব মিলিয়ে রহস্যের যে জট, তার সঙ্গে গানগুলি একেবারে অঙ্গাঙ্গী জড়িয়ে থাকে।

মোট ১৫টি পর্বে বিন্যস্ত দুটি সিজন। প্রযোজনা আইওয়াশ প্রোডাকশন। প্রথম সিজন স্ট্রিমিং হয় ২০১৮ সালের এপ্রিলে, ৭টি পর্বে। ২০২১-এর এপ্রিলে স্ট্রিমিং হয় দ্বিতীয় সিজনের বাকি ৮টি পর্ব। এম এক্স প্লেয়ারে রয়েছে ‘সেই যে হলুদ পাখি’-র হিন্দি ভার্সান, নাম ‘বৈদেহী’। প্রথম সিজনে পরতে পরতে রহস্যের জাল বোনা হয়। দ্বিতীয় সিজনে নানা টুইস্ট !  অপ্রত্যাশিত ঘটনা প্রবাহে দর্শক চমকে যান। এই চমক নির্মাণে সম্পূর্ণ সফল হন পরিচালক ও অভিনেতারা। বিশেষত, কৌশিক সেনের অভিনয়, তাঁর আর একটি না ভোলা কাজ হয়ে থাকে। চান্দ্রেয়ী ঘোষ, সৌম্য ব্যানার্জি, গৌরব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীও পৃথকভাবে নজর কাড়েন। যাঁরা এখনও দেখেননি এই সিরিজ, তাঁরা অবশ্যই দেখতে পারেন। ভালো লাগবে।

One thought on “বেশ ভালো লাগে

  • Aditi Chakraborty

    Excellent

Comments are closed.