Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

লাইট-ক্যামেরা-একশন

বিনোদন আজকের সংবাদ মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গত ৮ নভেম্বর সন্ধ্যায় তাই নিয়েই হয়ে গেল এক জমজমাট আড্ডা। অনুষ্ঠানের শিরোনাম ‘বিনোদন ও সংবাদ মাধ্যম’। অতিথিরূপে ছিলেন সাংবাদিক অতনু রায় ও রেডিও উপস্থাপক উমা মৈত্র। দুজনের সুচিন্তিত বিশ্লেষণ ও তথ্য সংযোজনে অনুষ্ঠান সার্থকতা পায়। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। আগামী ১৫ নভেম্বরের অতিথিরা হলেন অভিনেতা অরুণিমা ঘোষ ও পরিচালক সৌরভ দে। সৌরভ পরিচালিত ও অরুণিমা অভিনীত ‘দ্য লাস্ট রেইন’ নিয়ে আমরা আলোচনা করবো এই সন্ধ্যায়। আপনারা ‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনের সঙ্গে জমে ওঠে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।