Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২

প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যালের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২। প্রসঙ্গত, প্রভাত সঙ্গীত হলো, ৫০১৮টি গানের এক অতুলনীয় সংকলন, যা রচনা করেছেন দার্শনিক গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজী ওরফে শ্রী প্রভাতরঞ্জন সরকার। আটটি ভিন্ন ভিন্ন ভাষায় মাত্র আট বছরের মধ্যে এই সৃজনের কাজটি করেছেন তিনি। গানগুলির নির্মাণশৈলীতে রয়েছে টপ্পা, বাউল, ঝুমুর, কীর্তন ও গজলের সুর। এর সঙ্গে মিশ্রিত হয়েছে স্ক্যান্ডিনিভিয়ান,পার্শিয়ান, ইজরাইলি, আইবেরিয়ান এবং ভারতীয় রাগ ও লোকসংগীত। গানের বিষয়বস্তুতে রয়েছে নিগূঢ় ও অতীন্দ্রিয় ভাবনা, আধ্যাত্মিক পূর্ণতা, আশাবাদ, সামাজিক সচেতনতা, শিবস্তুতি ইত্যাদি–যা সমগ্র মানবজাতিকে সমৃদ্ধ করে তুলবে।

Img 20221201 Wa0065
প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২ 4

প্রভাত সঙ্গীত লেখা হয়েছে বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, ইংরেজি, অঙ্গিকা, মাগধী ও মৈথিলী ভাষায়। উৎসব উপলক্ষে যে সঙ্গীত প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে, সেটি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বয়সের ভিত্তিতে। ৭ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে দুটি বিভাগ। জুনিয়র বিভাগের অন্তর্ভূক্ত হলো ৭ থেকে ১৮ বছর বয়সীরা। সিনিয়র গ্রুপে থাকবেন ১৯ থেকে ৭০ বছর বয়সী প্রতিযোগীরা। গ্র্যান্ড প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২-এর ফাইনাল হবে আগামী ৯ ডিসেম্বর সাইন্স সিটি অডিটোরিয়ামে। সময়, সকাল ১০টা থেকে রাত ৮-৩০ মিনিট।

Img 20221201 Wa0070
প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২ 5

এই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগের বিচারকরা হলেন হৈমন্তী শুক্লা, শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্রীরাধা বন্দোপাধ্যায়। জুনিয়র বিভাগের বিচারকদের মধ্যে থাকছেন ইন্দ্রাণী সেন, সনজিৎ মন্ডল এবং সত্যজিৎ জৈন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার মূল্য এক লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা। তৃতীয় স্থানাধিকারী পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার। এছাড়া সান্ত্বনা পুরস্কারও রয়েছে। প্রতিযোগীদের প্রশংসাপত্র ও স্মারক দেওয়া হবে। পুরো অনুষ্ঠানটি দেখানো হবে ইউটিউব ও ফেসবুকে–উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। আশা করা হচ্ছে, ভারতে ২২ থেকে ২৪ মিলিয়ন দর্শক দেখবেন এই গ্র্যান্ড প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২। এছাড়া দূরদর্শনের ১৬টি এপিসোডে ৩০ মিনিট করে প্রচারিত হবে এই উৎসব। এই কর্মযজ্ঞে অন্যান্য বিশিষ্ট মানুষজনের সঙ্গে রয়েছেন প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যালের পক্ষে সংস্থার সচিব আচার্য চিতিবোধানন্দ I