প্রযুক্তিগত সমস্যায় আটকে ‘কৃষ ৪’
সামান্য প্রযুক্তিগত সমস্যার জন্য নাকি ছবির কাজ আটকে রয়েছে, জানিয়েছেন বহু প্রতীক্ষিত ও আলোচিত ‘কৃষ ৪’-এর নির্মাতা-নির্দেশক রাকেশ রোশন। পুত্র হৃত্বিককে নিয়ে তৈরি তাঁর ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ কিছুটা বাড়তি আবেগ পোষণ করেন রাকেশ, এ তথ্য সকলেরই জানা ! হৃত্বিকও জানিয়েছেন, দ্রুত এই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি শুরু হবে ‘কৃষ ৪’ নির্মাণের কাজ। প্রসঙ্গত, হৃত্বিক ভক্তরাও তীব্র অপেক্ষায় এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির জন্য। এই সূত্রেই বলা যায়, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে চলেছে তার দশ বছরের যাত্রাপথে। খুব ছোট ব্যাপার নয় এই ধারাবাহিকতা। নিছক গ্রাফিক্সের প্রয়োগে এটা সম্ভব ছিল না। নিঃসন্দেহে কৃতিত্বের অনেকটাই পাবেন সুপারহিরো কৃষের ভূমিকায় সুপারস্টার হৃত্বিক রোশন।