Monday, February 3, 2025
৫ফোড়ন

বিবেকের বিবেক ব্যাখ্যা

একটি বাণিজ্যসফল ছবির জনক তিনি। তবে, ছবিটি ঘিরে বিতর্কের শেষ নেই। ছবির সঙ্গে সঙ্গে নির্দেশক বিবেক অগ্নিহোত্রীও বারবার নানা প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন নিজেকে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ তাঁর এমন এক সৃষ্টি, যা হতে পারত সময়ের মননশীল এক ডায়েরি। হয়ে গেল নিছক কোনও এক সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচার অথবা কোনও এক জনগোষ্ঠীর পক্ষে বলতে দিয়ে পরিকল্পিত ও উদ্ধত অহংকারী এক প্রচেষ্টা। এই ছবি নিয়ে তথ্যবিভ্রমের অভিযোগ তো সবচেয়ে আলোচিত এক অধ্যায়। এসব পর্ব চলেছে বেশ কিছুদিন ধরে। চলেছে বলিউডের খানদের বিরুদ্ধে বাক্যবাণের ঘটা। ‘পাঠান’এর ‘বেশরম রঙ’ নিয়েও প্রতিবাদী হন বিবেক। কিছুদিন চুপচাপ। এরই মধ্যে হঠাৎ আবার সোচ্চার বিবেক। “আমি নরেন্দ্র মোদিজির সমর্থক। তাই লোকজন আমায় অপছন্দ করে”–এমন এক বক্তব্য তিনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানানোর সঙ্গে সঙ্গেই নতুন নাটক শুরু। মজার ব্যাপার হলো, এই বক্তব্য রাখতে গিয়েও অমিতাভ বচ্চন, শাহরুখ খান প্রসঙ্গ তোলেন তিনি। ওঁর কথায়, এমন নয়, তিনিই মোদিজির সমর্থক। বচ্চন সাবও তো কংগ্রেস দল করেছেন। শাহরুখ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের বিবেক পরিষ্কার রাখতেই সম্ভবত বিবেকের এহেন তুলনার উল্লেখ ও সংবাদ মাধ্যমে মুখ খোলা।