Tuesday, May 13, 2025
ওয়েব-Wave

ওয়েব সিরিজে বিহারের নকশাল আন্দোলন

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। নেগেটিভ রোলে পরমব্রত চট্টোপাধ্যায়। দেখুন, কেমন সেই ইমেজ ! এই সপ্তাহে সোনি লিভ-এর ‘জাহানাবাদ অফ লাভ এন্ড ওয়ার’ নিয়ে লিখেছেন মৃণালিনী ঠাকুর

বিহারের জাহানাবাদ, ছোট এই শহরের মনোরম পরিবেশ এই মুহূর্তে একেবারে চরম অরাজকতায় পর্যবসিত ! সর্বত্র চূড়ান্ত বিশৃঙ্খলা। ‘জাহানাবাদ অফ লাভ এন্ড ওয়ার’-এর ঘটনাক্রম এই প্রেক্ষাপটেই রচিত। আদতে সোনি লিভ-এর এই ওয়েব সিরিজ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সাল ২০০৫। নকশাল আন্দোলন তখন তুঙ্গে। এই ছোট শহরও তার ব্যতিক্রম নয়। এখানকার দলকর্মীদের একটি বড় অংশ সেইসময় পরিকল্পনা করছে জেল ভেঙে তাদের নেতা কুখ্যাত নকশাল আন্দোলনকারী দীপক কুমারকে বের করে আনবে। সেই সময় জাহানাবাদের এই জেলখানা ছিল দেশের মধ্যে বৃহত্তম। অর্থাৎ, দীপক কুমারকে বের করে আনার অপারেশনটি ছিল বেশ বড়সড় এক পদক্ষেপ !

Images 4 2
ওয়েব সিরিজে বিহারের নকশাল আন্দোলন 6

একই সময়ে সেখানে আবার দুটি মানুষের মধ্যে ভালোবাসার এক অপরূপ ফুলও ফুটছে। কলেজের প্রফেসর অভিমন্যু সিং এবং তাঁর ছাত্রী কস্তুরী মিশ্রর মধ্যে প্রেম প্রস্ফুটিত ক্রমশ। আছে সূরজ সিং নামের আর এক ছাত্রনেতা, যে জাতপাতের রাজনীতি নিয়ে উস্কানিমূলক ঘটনা ঘটায়। আর এই সূত্রেই সে এবং প্রফেসর অভিমন্যু মুখোমুখি হয়। কস্তুরীর সঙ্গে অভিমন্যুর আলাপও এই প্রেক্ষিতেই। এরই মধ্যে প্রদীপ কুমার নামের এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে দ্বিধা বিভক্ত হয়ে যায় গোটা শহর। একদল মনে করে, এটি অতি তুচ্ছ ব্যাপার। অপরপক্ষের মতে, এটি অত্যন্ত নিষ্ঠুর এক খুনের ঘটনা। এলাকায় সন্ত্রাস তীব্র আকার ধারণ করে। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও।

একদিকে প্রেম, ধ্বংস, পরাজয়–অন্যদিকে ঘৃণা, বিশ্বাসঘাতকতা–কাহিনি আবর্তিত এই সবকিছু নিয়েই। সবশেষে প্রশ্ন, মানুষের স্বাভাবিক ধৈর্য্য, সহনশীলতা, স্থিতি–এই বিষয়গুলিরই জয় হবে নাকি প্রেম আর সন্ত্রাসের মাঝখানে জেরবার হবে তাদের জীবন ? কী আছে জাহানাবাদের মানুষের ভাগ্যে, জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে সোনি লিভ-এর পর্দায়। আদ্যন্ত অপরাধনির্ভর এই থ্রিলারের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজীব বার্নওয়াল। পরিচালনাও তাঁরই। পরিচালনা সঙ্গী সত্যাংশু সিং। ‘জাহানাবাদ অফ লাভ এন্ড ওয়ার’ নির্মাণের মুখ্য ও নেপথ্য কারিগর অবশ্য বলিউডের অফ বিট পরিচালক সুধীর মিশ্র। প্রযোজনা স্টুডিও নেক্সট।

Images 2
ওয়েব সিরিজে বিহারের নকশাল আন্দোলন 7

আপাতত ১০ পর্বের প্রথম সিজন স্ট্রিমিং শুরু হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। এক একটি পর্ব ৩৫-৪০ মিনিট সময়সীমায় বিন্যস্ত। অভিনয়ে আছেন ঋত্বিক ভৌমিক (অভিমন্যু সিং), পরমব্রত চট্টোপাধ্যায় (দীপক কুমার), হরষিতা গৌর (কস্তুরী মিশ্র)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রজত কাপুর, সত্যদীপ মিশ্র, সুনীল সিং, সোনাল ঝা, রাজেশ জৈশ ও শিখা চৌহান প্রমুখ। স্বাভাবিকভাবেই আমাদের একটু বিশেষ আগ্রহ জন্মায় পরমব্রতকে ঘিরে। এমন কঠোর, কঠিন নেগেটিভ রোলে আমি অন্তত এর আগে তাঁকে দেখেছি বলে মনে পড়ে না। কেরিয়ারের এমন প্রান্তে এসে নিজেকে নিয়ে ভাঙ্গাগড়ার কথা ভাবতেই পারেন তিনি। বাকি বিচার দর্শকের হাতে।