Monday, February 3, 2025
৫ফোড়ন

খবরে দেবগণ কন্যা

বলিউডের স্টার কিডদের নিয়ে ইদানীং বাজার বেশ গরম। যাঁরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন, অর্থাৎ কাজ করছেন ছবিতে, তাঁরা তো বটেই। যাঁরা কিছুই করছেন না, শুধু ফ্যাশনে, আভরণে পার্টি উজ্জ্বল করছেন, তাঁরাও থাকছেন খবরের শিরোনামে। এই যেমন নায়শা দেবগণ–অজয়-কাজল দেবগণ কন্যার হঠাৎ চেহারা ও পোশাক-আশাকে আমূল পরিবর্তন নিয়ে গসিপ লিখিয়েদের মাতামাতির পরেই তাঁর অ্যালকোহল প্রবণতার গপ্প। অ্যালকোহলের কারণে সম্প্রতি একটি পার্টিতে গিয়ে বেসামাল হয়ে পড়েন নায়শা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে তাঁর ফ্যান ক্লাব। এই নায়শাই বাবা মায়ের চ্যারিটেবল ট্রাস্ট ‘এনওয়াই ফাউন্ডেশন’-এর কাজে এক স্কুলে গিয়েছিলেন সালোয়ার-কামিজে। নেটিজেনরা যথারীতি ট্রোল করতে নেমে পড়েছেন। অর্থাৎ, যেভাবেই হোক খবরে আছেন দেবগণ কন্যা।