Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

চ্যালেঞ্জিং চরিত্রই আমার পছন্দ

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। এই সপ্তাহে বাংলা বিনোদনের পরিচিত মুখ মৈনাক বন্দোপাধ্যায়ের মুখোমুখি সোমনাথ লাহা

বেশ কিছুদিন পর আবার ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফেরা। কেমন লাগছে এই মুহূর্তে ?

## ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকে অভিনয় করা, বিশেষ করে মুখ্য চরিত্রে, অনুভূতিটা সত্যিই খুব‌ ভালো। আমি নিজেও এরকম ধরনের কোন‌ও একটা চরিত্রই চাইছিলাম, কাহিনিতে যার বিশেষ গুরুত্ব রয়েছে।

এখানে তোমার চরিত্র, সৌরনীল একজন অধ্যাপক। চরিত্রটা সম্পর্কে যদি কিছু বলো।

## আমার মনে হয় সৌরনীলের চরিত্রটা ইতিমধ্যেই মানুষজন দেখে ফেলেছেন। সকলেই জানেন। তবু বলছি। সৌরনীল একজন আদর্শবাদী অধ্যাপক। নিজের আদর্শের প্রেক্ষিতেই বিভিন্ন বিষয়ে বক্তব্য‌ রাখে সে। সেটা নিয়েই সে থাকতে ভালোবাসে। সকলের প্রতি তার একটা খুব স্ট্রেট ফরোয়ার্ড অ্যাপ্রোচ আছে, সেটা তার বাড়ি হোক বা কলেজের ছাত্র-ছাত্রী–পাশাপাশি যার সঙ্গে তার বিয়ে হ‌ওয়ার কথা রয়েছে, তার প্রতিও।  এটা এমনই একটা চরিত্র, যার মধ্যে কোন‌ওরকম ভাঁওতাবাজি নেই। এছাড়াও, সে সবার সঙ্গে শিক্ষিত ও মার্জিত ব্যবহার করে।

সহ অভিনেত্রী হিসেবে তিতিক্ষা ও শ্বেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

## খুবই ভালো অভিজ্ঞতা, দুজনের ক্ষেত্রেই। শ্বেতার সঙ্গে এর আগে ‘ধুলোকণা’-তে দেড় বছর কাজ করেছি। সেটাও খুব ভালো অভিজ্ঞতা ছিল। তিতিক্ষার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমাদের মধ্যে ওর বয়স সবচেয়ে কম। কিন্তু ওর কাজ করার ইচ্ছা আছে এবং কাজটাও খুব মন দিয়ে করে।

‘ধুলোকণা’-র তানের থেকে ‘ইচ্ছেপুতুল’-এর সৌরনীল কতখানি আলাদা?

## তানের থেকে সৌরনীল অনেকটাই আলাদা। ‘ধুলোকণা’য় তান একটা জায়গায় চাকরি করত। ওর বাড়িতে আর‌ও লোকজন ছিল। তান কোন‌ও বিষয় নিয়ে মতামত রাখলেও, মূল সিদ্ধান্ত বাড়ির বড়রাই নিতেন। সৌরনীলের সঙ্গে তানের মূল পার্থক্যটা হলো এখানেই। সৌরনীলের বক্তব্য ওর বাড়িতে খুব গুরুত্বপূর্ণ। ওর সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করে পরিবারের যাপন পদ্ধতি। আর সেটা শুধু বাড়িতেই নয়, সৌরনীলের কাজের জায়গাতেও। সেখানেও সৌরনীল কোন‌ও মতামত দিলে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেখান থেকেই বলতে পারি সৌরনীল অনেকটাই আলাদা তানের থেকে।

সৌরনীলের সঙ্গে মৈনাকের কতখানি মিল বা অমিল রয়েছে?

## মিল ও অমিল, দুইই রয়েছে। আমিও সৌরনীলের মতোই খুব স্পষ্টবাদী। সৌরনীলের‌ নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। ও সেটা নিয়েই থাকে। আমিও আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা নিয়ে নিজের মতো থাকি। এইটুকু মিল আছে বলতে পারি। এটা বাদ দিয়ে খুব একটা যে মিল রয়েছে, তা নয়।

অভিনয়ের পাশাপাশি তুমি প্রযোজনাতেও হাত রেখেছ। তোমার প্রযোজিত মাইক্রো সিরিজ ‘এক ছাদের নিচে’ বেশ প্রশংসিত হয়েছে। আগামী দিনে এই ধরনের আরও কাজের পরিকল্পনা আছে কী ?

## প্রথমেই বলি এটা আমার একার প্রযোজনা নয়। আমি, সায়ন (টুবলু) এবং সোমেশ্বর চন্দ্র–আমরা তিনজনে মিলে এটা করেছি। এর সঙ্গে সায়নের স্ত্রী ইপ্সিতাও যুক্ত রয়েছে। ছোট আকারে সকলের মিলিত একটি প্রযোজনা বলো বা প্রোডাকশন হাউস আছে আমাদের। সেই প্রযোজনা সংস্থা Wrong Turn Motion Pictures-এর ব্যানারে ‘এক ছাদের নিচে’ -র মতো সিরিজ করার পাশাপাশি ‘চাঁদ সোহাগী মন’ বলে একটা মিউজিক ভিডিওও তৈরি করেছি। প্রচুর view হয়েছে মিউজিক ভিডিওতে। ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি দর্শকদের থেকে। আশা অডিও থেকে প্রকাশিত আমাদের এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন মনস্বিতা ঠাকুর। সংগীত পরিচালনা করেছেন ঈশানু চক্রবর্তী। আগামী দিনে আমাদের এই ধরনের আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে।

তুমি সিনেমা, টেলিভিশন, ওটিটি–সব প্ল্যাটফর্মেই কাজ করেছ। কোথাও গিয়ে কি মনে হয়, এখনও মনের মতো চরিত্র সেভাবে পাওনি তুমি ?

## মনের মতো চরিত্র একেবারেই পাইনি, এটা বললে ভুল বলা হবে। তবে, অভিনেতা তো–কাঁচা বাংলায় বলতে পারো, আমি প্রচন্ড পরিমাণে হ্যাংলা। মানে, আমার চাহিদার কোন‌ও শেষ নেই। ফলে, ‘মনের মতো চরিত্র’ পাওয়ার চাহিদাটা সবসময়ই থেকে যায়। এমন চরিত্রের আশা একজন অভিনেতার মনে সবসময়ই থাকে, যেখানে সে বারবার নিজের ক্ষমতাকে আবিষ্কার করতে পারে।

সেক্ষেত্রে তোমার ‘মনের মতো চরিত্র’-এর একটা আভাস যদি দাও !

## আভাস দেওয়াটা খুব কঠিন। এটা বলতে পারি, আমাকে যে চরিত্র খুব চ্যালেঞ্জ দেবে, সেটাই আমার কাছে মনের মতো চরিত্র। যে চরিত্রটা আমায় নিজেকে ভাঙতে সাহায্য করে, সেটাই আমার মনের মতো। যে চরিত্র করতে গিয়ে, আমার নিজের বারবার মনে হয় এটা হচ্ছে না, আর‌ও কিছু করা দরকার–সেই ধরনের যে কোন‌ও চরিত্র‌ই আমার কাছে মনের মতো চরিত্র।

ভবিষ্যতে কী সব মাধ্যমেই কাজ করতে চাও, নাকি, কোনও একটি বিশেষ প্ল্যাটফর্মে নিজেকে আরও উচ্চতায় দেখার স্বপ্ন রয়েছে?

## বিশেষ কোনও প্ল্যাটফর্ম নয়, ভবিষ্যতে সব ধরনের প্ল্যাটফর্মেই কাজ করতে চাই। আর‌ও ভালো ভালো কাজ করতে চাই–সেটা সিনেমা, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ। সবটা ধরেই নিজেকে উৎকর্ষতার পথে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজটা হয়ে যাওয়ার অনেকদিন পরেও যাতে মানুষজন কথা বলে সেই কাজটা নিয়ে, সেইরকম কিছু চরিত্র করতে চাই।

বিয়ে তোমার কেরিয়ারে কতটা প্রভাব ফেলেছে ? কেমন সেই প্রভাব ?

## বিয়ে খুব ইতিবাচক প্রভাব ফেলেছে আমার কেরিয়ারে। খুব পজেটিভ কিছু vibes দিয়েছে আমার ব্যক্তি জীবনে। আর সেটাই কোথাও গিয়ে প্রতিফলিত হয়েছে কেরিয়ারেও।