আলোকচিত্র প্রদর্শনী
সম্প্রতি আই সি সি আর-এর নন্দলাল বসু ও যামিনী রায় আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়ে গেল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। তিন দিন ব্যাপী এই প্রদর্শনীতে ৩৫০টিরও বেশি ছবি স্থান পেয়েছিল। প্রদর্শনীটি প্রকৃত অর্থেই আন্তর্জাতিক বলে জানালেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন। শুধু ভারতই নয়, বাংলাদেশ, সুইজারল্যান্ড, ঘানা সহ ৬টি বিদেশী রাষ্ট্রের আলোকচিত্রীদের ছবিতে সমৃদ্ধ হয়েছে এবারের প্রদর্শনী।


সমগ্র প্রদর্শনীটি ওয়াইল্ড লাইফ, নেচার এন্ড ল্যান্ডস্কেপ, ব্ল্যাক এন্ড হোয়াইট এবং স্ট্রিট এন্ড পিউপিল–এই ৪টি ভাগে ভাগ করা হয়েছিল। ক্লাবের সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন জানান, প্রায় ১৫০ জন আলোকচিত্রী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছেন বিপুলসংখ্যক মহিলা ফটোগ্রাফার, যা নিঃসন্দেহে বিশেষ উল্লেখের দাবি রাখে। তাঁর কথায়, প্রদর্শিত ছবিগুলির মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের কাজ রয়েছে।

সমাপ্তি অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী পর্বটি ছিল রীতিমত জমজমাট। প্রতিটি বিভাগের প্রথম তিনজনকে স্মারক, শংসাপত্র এবং আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগের ৭ জন পুরস্কার প্রাপককে দেওয়া হয় মেডেল এবং শংসাপত্র। বাকি সমস্ত প্রতিযোগীকে শংসাপত্র এবং স্মারক প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী ঈশা সাহা, আশা অডিওর কর্ণধার দিব্যেন্দু শেখর লাহিড়ী, ওয়ার্ডস্মিথ স্টার সংস্থার প্রীতম ভট্টাচার্য প্রমুখ।